ফিফার বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় রোনালদো-মেসি

ফিফার বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদোফিফার বর্ষসেরার তালিকায় এবারও জায়গা করে নিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও নেইমার। ২৪ সদস্যের এই তালিকায় রয়েছেন ইনজুরি আক্রান্ত জ্লাতান ইব্রাহিমোভিচও।

গত বছর যোগ্য হিসেবেই এই পুরস্কার ঘরে তোলেন রোনালদো। এবারও যে মুকুট নিয়ে ছাড়বেন সেটা নিয়ে সংশয় থাকার কথা নয় কারও! কারণ তার হাত ধরেই চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ।

এছাড়া উয়েফার বর্ষসেরার তালিকায় থাকা জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফনও রয়েছেন এই তালিকায়। তার সঙ্গে রয়েছেন রিয়ালের অতন্দ্রপ্রহরী কেইলর নাভাস ও বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নয়্যার।

এবারের ফিফার বর্ষসেরা ঘোষিত হবে ২৩ অক্টোবর লন্ডনে। গতবার ৩৪.৫৬ শতাংশ ভোট পেয়ে জেতেন রোনালদো। মেসি তার চেয়ে ১০ শতাংশ কম ভোট পেয়ে হন দ্বিতীয়। তার ভোটের পরিমাণ ছিল ২৬.৪২ শতাংশ।

২৪ জনের সংক্ষিপ্ত তালিকা:

লিওনেল মেসি (বার্সেলোনা), ক্রিস্তিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ), নেইমার (পিএসজি), লুই সুয়ারেস(বার্সেলোনা), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), জিয়ানলুইজি বুফন (জুভেন্টাস), আঁতোয়া গ্রিজমান (অ্যাটলেটিকো মাদ্রিদ), জ্লাতান ইব্রাহিমোভিচ (ম্যানচেস্টার ইউনাইটেড), এনগোলো কান্তে (চেলসি), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ), সার্হিও রামোস (রিয়াল মাদ্রিদ), আলেক্সিস সানচেস (আর্সেনাল), পিয়েরে এমেরিক আউবামেয়াং (বরুসিয়া ডর্টমুন্ড), লিওনার্দো বোনুচ্চি, দানি কারবাহাল (রিয়াল মাদ্রিদ), পাউলো দিবালা (জুভেন্টাস), এডেন হ্যাজার্ড (চেলসি), হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), কেইলর নাভাস (রিয়াল মাদ্রিদ), আর্তুরো ভিদাল (বায়ার্ন মিউনিখ)।

/এফআইআর/