লঙ্কানদের টিম বাস আটকে ভক্তদের প্রতিবাদ

indvsl_647_082017103509একে তো ২০১৯ বিশ্বকাপে সরাসরি যেতে সুতোর ওপর ঝুলে রয়েছে শ্রীলঙ্কা। সিরিজের দুটি ম্যাচে জিততে হবে সরাসরি যেতে হলে। এমন বাধ্যবাধকতায় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও বিবর্ণ শুরু লঙ্কানদের।  আর তাতেই ভক্তদের প্রতিবাদের মুখোমুখি হয়েছে লঙ্কানদের টিম বাস! ডাম্বুলায় ৯ উইকেটে হারের পরই তাদের টিম বাস ঘিরে প্রতিবাদ মুখর হয়ে স্লোগান দিয়েছেন স্বাগতিক ভক্তরা। খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে না পেরে এমন কাণ্ডে জড়িয়েছেন তারা। এমনকি বোর্ডের ওপরও তুষ্ট নন ভক্তরা!

প্রায় ৫০ জনের একটি দল বাস রুখে দাঁড়ান খেলার পর পর। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার আগ পর্যন্ত এভাবেই নিজেদের ক্ষোভ উগড়ে দেন বাসের সামনে! ঘটনার উত্তেজনা এমনই ছিল যে লঙ্কানদের ভেন্যু ছাড়তে সময় লাগে প্রায় আধা ঘণ্টা।

ক্ষোভের এই উদগীরণ কয়েক মাস ধরেই।  সামাজিক যোগাযোগের মাধ্যমেই ব্যঙ্গ করা হচ্ছিল ম্যাথুসদের।  লক্ষ্য হিসেবে ছিলেন নির্বাচক ও বোর্ড কর্মকর্তারাও।  যদিও দলের এই ছন্নছাড়া অবস্থায় ম্যাচের আগে দর্শকদের সমর্থন চেয়েছিলেন ওয়ানডে অধিনায় উপুল থারাঙ্গা, ‘দলের নৈতিক হাল ঠিক রাখতে ভক্তদের সমর্থন অনেক বড় ভূমিকা রাখে।  কারণ দেশের জন্যেই আমরা খেলি। আর আমাদের লক্ষ্য থাকে আমাদের দেশের ২০ মিলিয়ন পরিবারের জন্যে গর্বিত হওয়ার মতো যাতে কিছু নিয়ে আসা যায়।  তাই আপনাদের সমর্থন আমাদের জন্যে অনেক গুরুত্বই বহন করে।’ অথচ থারাঙ্গার সেই আহ্বানে সারা মিললো কই?-ক্রিকইনফো।

/এফআইআর/