X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৪, ১৩:৪৬আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৩:৪৭

ক্যারিয়ারে ভালো ফর্মে থেকেও ফুটবল থেকে একপ্রকার বিদায় নিয়েছিলেন হীরক জোয়ার্দার। এখনও মনে পড়ে সেই দিনের কথা। প্রায় এক যুগ আগে গোপীবাগের ব্রাদার্স ইউনিয়নের ক্লাবের রুমে বসে এই প্রতিবেদককে ফুটবল ছেড়ে নিজের এলাকায় ব্যবসায় মনোনিবেশের কথা জানিয়েছিলেন। ১০ বছর আগে ঠিকই ফুটবলকে হঠাৎ বিদায় জানিয়ে কুষ্টিয়ায় ফিরে গেছেন।

এতদিন ব্যবসা আর রাজনীতি নিয়েই ব্যস্ত ছিলেন। কিন্তু আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হীরকের আকস্মিক মৃত্যুর খবর জানা গেছে। মিরপুর উপজেলার সুলতানপুরে নিজ বাসায় ভোরে ব্রেন স্ট্রোক করে মারা গেছেন সাবেক এই স্ট্রাইকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

মুশফিকদের সঙ্গে হীরক। ঘরোয়া ফুটবলে হীরক পরিচিত এক নাম৷ দ্রুতগতির ফুটবলার হিসেবেও তার আলাদা পরিচিতি ছিল। জাতীয় বয়সভিত্তিক দলে খেলেছেন। ইন্দো–বাংলা গেমসে বাংলাদেশের সোনাজয়ী দলের অন্যতম সদস্যও ছিলেন তিনি। এছাড়া ঘরোয়া ফুটবলে শেখ রাসেল, ব্রাদার্স, ফরাশগঞ্জসহ আরও কয়েকটি ক্লাবে খেলেছেন।  হীরকের অমায়িক ব্যবহার সবার দৃষ্টি আকর্ষণ করতো।

হীরকের ফুটবলের শুরু বিকেএসপিতে। ২০০০ সালের ব্যাচে ক্রিকেটার মুশফিক, হকি খেলোয়াড় মামুনুর রহমান চয়ন হীরকের অন্যতম সতীর্থ। আকস্মিক বিদায়ে ভীষণ ব্যথিত চয়ন, ‘ও সুস্থ-স্বাভাবিক ছিল জানতাম। আজ ভোর রাতে বাসায় বাথরুমে বোধহয় স্ট্রোক করে। এরপরই দ্রুত দুনিয়া থেকে বিদায় নেয়৷ এত দ্রুত আমাদের বন্ধু এভাবে চলে যাবে কল্পনাও করিনি।’

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামও বিকেএসপিতে হীরকের সিনিয়র। দুঃখ ভারাক্রান্ত সাবেক তারকা বলেছেন, ‘হীরকের খবরটা শুনে অনেক খারাপ লাগছে। ও অনেক ভালো মনের মানুষ ছিল। ফুটবলারও খারাপ ছিল না। ক্লাবের হয়ে গোল আছে ওর। আল্লাহ যেন ওকে বেহেস্তবাসী করেন।’

আজই জানাজা শেষে সুলতানপুরের মাটিতে চিরশায়িত হবেন হীরক জোয়ার্দার।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
তামিম-মুশফিকের ব্যাটে প্রাইম ব্যাংকের জয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
সর্বশেষ খবর
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
টিভিতে আজকের খেলা (১৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৫ মে, ২০২৪)
আইএফআইসি ফার্স্ট কোয়ার্টার ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট
আইএফআইসি ফার্স্ট কোয়ার্টার ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা