বার্সা কর্মকর্তাদের নিয়ে যা বললেন নেইমার

বার্সা কর্মকর্তাদের নিয়ে যা বললেন নেইমার বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইতে (পিএসজি) নাম লিখিয়েছেন নেইমার। আর সেখানে দুই ম্যাচ খেলেই মুখ খুললেন সাবেক ক্লাবের বিপক্ষে। কাতালান ক্লাবটির পরিচালকদের একেবারে ধুয়ে দিয়েছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। তার ভাষাতেই মেলে তিক্ততার আভাস, ‘বার্সেলোনার বোর্ড কর্তাদের আমার কিছুই বলার নেই। আমি ওদের ওপর অনেক হতাশ।’

বার্সার হয়ে দুর্দান্ত চারটি বছর কাটিয়েছেন।  হয়তো কর্মকর্তাদের মেজাজ পছন্দ ছিল না নেইমারের। তুলোসকে ৬-২ গোলের বড় ব্যবধানে হারানোর পর এভাবেই সেকথা জানান নেইমার, ‘আমি চার বছর ছিলাম, সেখানে ভালোই ছিলাম। ছাড়ার সময়েও ভালো ছিলাম। কিন্তু তাদের সঙ্গে হয়তো না। আমার মনে হয় তাদের দায়িত্বে থাকা উচিত নয়। বার্সা আরও ভালো কিছু পাওয়ার যোগ্যতা রাখে। আর সবাই সেটা জানে।’

প্যারিস সেন্ত জার্মেইতে নেইমারের অভিষেক হয়েছিল ১৩ আগস্ট। ব্রাজিলিয়ান তারকার দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম ম্যাচে জয় পেয়েছিল পিএসজি। আর গতকাল (রবিবার) ফরাসী লিগে তুলোসের বিপক্ষেও প্যারিসের ক্লাবটির জয়ের নায়ক ব্রাজিলীয় তারকা। পিএসজির গোল উৎসবের দিনে নেইমার করেছেন দুটি গোল, বানিয়েও দিয়েছেন দুটি। এছাড়া আদায় করেছেন একটি পেনাল্টি। তার নৈপুণ্যে তুলোসকে উড়িয়ে দিয়েছে গতবারের রানার্সআপরা। ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেস স্টেডিয়ামে প্রথমবার নেমেই জ্বলে উঠে সাবেক ক্লাব কর্মকর্তাদের যেন একটা বার্তা দিয়ে রাখলেন নেইমার।  

/এফআইআর/