গুজব ছড়িয়ে বার্সা অ্যাকাউন্ট হ্যাক!

এভাবেই গুজব ছড়িয়ে দুঃখ প্রকাশ করে আওয়ারমাইনন্যু ক্যাম্পে চুক্তি ভাঙায় নেইমারের কাছ থেকে প্রায় ৯ মিলিয়ন ইউরো দাবি করে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে বার্সেলোনা। এই ঘটনার ২৪ ঘণ্টা পার হতে না হতেই পিএসজিকে জড়িয়ে ভিন্ন এক ঘটনার জন্ম দিয়েছিল বার্সেলোনা! নিজেদের টুইটার অ্যাকাউন্টে অ্যাঙ্গেল ডি মারিয়াকে দলে ভেড়ানোর কথা জানিয়েছিল কাতালান জায়ান্টরা। নেইমারের বার্সা ছাড়ার পর স্বাভাবিকভাবেই আলোড়ন তুলে এই ঘটনা। ঘটনার আকস্মিতায় একে সত্য বলে মনে হলেও পরে বার্সাই জানিয়েছে, হ্যাক হয়েছিল তাদের অ্যাকাউন্ট!

হ্যাক হওয়ার পর তাদের টুইটারে জানানো হয়, ‘বার্সেলোনায় স্বাগতম ডি মারিয়া!’ অবশ্য এর কয়েক ঘণ্টা পরেই সেই টুইট মুছে ফেলা হয়। বার্সা পাল্টা বিবৃতি দিয়ে লেখে, ‘রাতেই আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। আমরা দ্রুতই সমস্যার সমাধান করবো।’

হ্যাকিংয়ের বিষয়টি নিজেদের মুখেই স্বীকার করে নিয়েছে আওয়ারমাইন নামের সৌদি আরবের একটি ভার্চুয়াল গ্রুপ। এই গ্রুপটাই সিএনএন-এর ফেসবুক অ্যাকাউন্ট, মার্ক জুকার বার্গের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার দাবি করেছিল। গোলডটকম।