আবার ম্যানইউতে ইব্রাহিমোভিচ

আবার ম্যানইউতে ইব্রাহিমোভিচহাঁটুর চোটের কারণে গত জুনেই জ্লাতান ইব্রাহিমোভিচকে ছেড়ে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড।  ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে থাকায় তারকা সেই স্ট্রাইকারকে আবারও এক বছরের জন্য দলে ভিড়িয়েছে ইংলিশ জায়ান্টরা।

ফরাসি ক্লাব পিএসজি থেকেই গত মৌসুমে এক বছরের জন্যে চুক্তিতে এসেছিলেন সুইডিশ তারকা। এক বছরে ভালোই সময় কাটে তার। সব মিলিয়ে ৪৬ ম্যাচে করেন ২৮ গোল। সেই ইব্রাহিমোভিচই ডিসেম্বরে পুরোপুরি সুস্থ হয়ে ফিরবেন বলে জানিয়েছেন তার কোচ হোসে মরিনহো, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি- জ্লাতান সুস্থ হওয়ার পথেই রয়েছে। একই সঙ্গে আরও আনন্দের খবর হলো তাকে আবারও আমাদের মাঝে পাচ্ছি।’

গত মৌসুমেও দুর্দান্ত ছিলেন জ্লাতান। লিগ কাপের ফাইনালে তার জোড়া গোলেই চ্যাম্পিয়ন হয় মরিনহোর দল। তাই সেই জ্লাতানেই আস্থা মরিনহোর, ‘এই মৌসুমের দ্বিতীয় পর্বে সে যে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, এ নিয়ে আমার কোনও সন্দেহ নেই।’

ক্লাবের হয়ে পুনরায় চুক্তি করতে দুই পক্ষেরই সম্মতির প্রয়োজন। আর সেটা হওয়াতেই এই চুক্তি বলে জানিয়েছেন ইব্রাহিমোভিচ, ‘আসলে থাকার সিদ্ধান্তটা আমার ও ক্লাবের।’