দুই আবাহনীর হোঁচট

চট্টগ্রাম আবাহনী-আরামবাগের লড়াই। ছবি-ফেসবুকগোলশূন্য ড্র দেখলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ। শুক্রবার ঢাকা আবাহনীর সঙ্গে রহমতগঞ্জ এবং আরামবাগের সঙ্গে গোলশূন্য ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। 

শুক্রবার শেষ পর্যন্ত ড্র করলেও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রথম খেলায় ২৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল চট্টগ্রাম আবাহনী। ডি বক্সের কোণা থেকে জাহিদ হোসেন শট নিলেও আরামবাগের ক্রসবারে লেগে সেটি ফিরে আসে। মামুনুল ইসলাম পাল্টা শট নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্যভেদ করতে পারেননি।

শেষ দিকেও একইভাবে শট নেওয়ার চেষ্টায় ছিল চট্টগ্রাম।  দুর্ভাগ্যক্রমে তখনও বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার!

এই ড্রয়ের পরেও ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। তলানির দিকে থাকা আরামবাগের সংগ্রহ ৪ পয়েন্ট।

এদিকে দ্বিতীয় ম্যাচে আক্রমণ পাল্টা আক্রমণ চললেও ম্যাচের মোড় ঘোরাতে পারেনি কোনও পক্ষই। দুই অর্ধ তাই ছিল গোলশূন্য। পয়েন্ট ভাগাভাগির ফলে চতুর্থ স্থানে থাকা ঢাকা আবাহনীর সংগ্রহ ১১ পয়েন্ট। ৮ পয়েন্ট নিয়ে এর পরেই রয়েছে রহমতগঞ্জ।