টেস্ট শেষে রাতেই চট্টগ্রাম ছেড়েছেন অনেকে

টেস্ট শেষে রাতেই চট্টগ্রাম ছেড়েছেন অনেকে একদিন আগেই শেষ হয়ে গেছে দ্বিতীয় ও শেষ টেস্ট। চট্টগ্রামে এসে অস্ট্রেলিয়া শেষ টেস্ট জিতে নেওয়ায় ১-১ ব্যবধানে দুই দলই শিরোপা ভাগাভাগি করেছে। তাই খেলা শেষে বৃহস্পতিবারই বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটার ফিরেছেন ঢাকায়। বাকি যারা আছেন, তারা শুক্রবার সকালের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।

অবশ্য সবার আগেই ঢাকা পৌঁছান পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঢাকার বিমানে চড়েন ক্যারিবিয়ান কিংবদন্তি।

শুক্রবার সকালে বাংলাদেশের বাকি খেলোয়াড়রা রওয়ানা হলেও অস্ট্রেলিয়ানরা যেতে যেতে দুপুর গড়াবে। এদিন দুপুরে ঢাকায় পৌঁছে রাতটুকু থেকে পরদিন সকালে ভারতের উদ্দেশে রওয়ানা দেবেন স্মিথরা। এসব তথ্য বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

ভারত সফরে স্মিথরা ৫টি ওয়ানডের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি খেলবে।  আগামী ১৭ সেপ্টম্বর চেন্নাইয়ে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে।