প্রতিবাদে চাকরি ছাড়লেন মিয়ানমার ফুটসাল দলের কোচ

প্রতিবাদে চাকরি ছাড়লেন মিয়ানমার ফুটসাল দলের কোচনিপীড়িত জনগোষ্ঠী রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সরকারের চলমান তাণ্ডবে পদত্যাগ করেছেন দেশটির ফুটসাল (ফুটসাল পিচে ৫/৬ জন মিলে ছোট পরিসরে খেলা ফুটবল খেলা বিশেষ) দলের কোচ রেজা কর্দি। এক কথায় প্রতিবাদ হিসেবেই কোচের চাকরি ছেড়েছেন ইরানি এই কোচ।

গত এপ্রিলে মিয়ানমার জাতীয় ফুটসাল দলের ভার নিয়েছিলেন কর্দি। কিন্তু সাম্প্রতিক রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান জাতিগত নিধনযজ্ঞে আর চুপ মেরে বসে থাকেননি।  তাদের প্রতি একাত্মতা প্রকাশ  করতেই পদত্যাগ করলেন। যার পদত্যাগে প্রশংসা করেছেন ইরানের ন্যাশনাল অলিম্পিক কমিটির সভাপতি কিউমারস হাশেমি।

পদত্যাগের বিষয়ে কর্দি জানান, ‘আমি এখানে কাজ করতে পারি না কারণ ফিফা সনদে বলা আছে ধর্মীয় ও রাজনৈতিক ইস্যু ও মতাদর্শ খেলাধুলা থেকে পৃথক রাখতে হবে। তাই আমি মিয়ানমার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধানের কাছে ই-মেইল পাঠিয়েছি এবং পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছি। ’

উল্লেখ্য, চলতি বছরের ২৪ আগস্ট রাখাইন রাজ্যের ২৪টি পুলিশ চেকপোস্টে হামলার পর রোহিঙ্গাদের ওপর নতুন করে নির্বিচারে জাতিগত নিধনযজ্ঞ শুরু করে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। তাদের সঙ্গে যোগ দেয় দেশটির উগ্রপন্থী বৌদ্ধরাও। নির্বিচারে খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ থেকে বাঁচতে এরইমধ্যে বাংলাদেশে পালিয়ে এসেছেন বহু রোহিঙ্গা। জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করেছেন তিন লাখ ১৩ হাজার  রোহিঙ্গা। তবে ধারণা করা হচ্ছে, তাদের প্রবেশের প্রকৃত সংখ্যা এর চেয়ে আরও অনেক বেশি।