‘মেসি যখন বল পায়, তখন একটা কিছু হবেই’

15052494120884চ্যাম্পিয়নস লিগে মেসি জাদুতে ইতালীয় জায়ান্ট জুভেন্টাসকে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। যেই জয়ে জুভেন্টাসের বিপক্ষে প্রতিশোধের পর্বটাও সেরে ফেললো স্প্যানিশ জায়ান্টরা। যাতে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। সেই শিষ্যকেই প্রশংসা বৃষ্টিতে ভাসিয়েছেন বার্সা কোচ এরনেস্তো ভালভারদে, ‘আমি ভালো করে একটা বিষয় জানি- সেটা হলো মেসি যখন বল পায়, তখন একটা কিছু হবেই। আর সেটা আমাদের জন্য ভালো কিছুই বয়ে আনবে।’

খেলায় প্রথম গোলের দেখা পেতে অনেক সময় অপেক্ষায় থাকতে হয় মেসিকে। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে লক্ষ্যভেদ করে এগিয়ে নেন বার্সেলোনাকে। যে কোনও জায়গা থেকে মেসির গোল করার এই দক্ষতাকে আলাদাভাবেই দেখেন বার্সা কোচ, ‘মেসি যে গোল করেছে তা ছিল অসাধারণ। সঙ্গে ভাগ্যটাও ছিল সহায়ক। আসলে ও যে কোনও জায়গা থেকেই গোল করার ক্ষমতা রাখে। আর ক্লাবের ইতিহাসেও মেসি গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’

গতবারের চ্যাম্পিয়নস লিগের রানার্ন আপ ছিল জুভেন্টাস। বলতে গেলে গত মৌসুমে এই দলের কাছেই খেই হারিয়ে বসেছিল বার্সা। পুরো বার্সেলোনাকেই গোল করতে দেননি জুভ তারকা জিয়ানলুইজি বুফন। সেই দলের বিপক্ষে জয়কেটা উপভোগ করছেন বার্সা কোচ, ‘আমরা গত মৌসুমের ফাইনালিস্টদের বিপক্ষে খেললাম। যাদের বিপক্ষে জয় দিয়ে শুরু করতে পারার মধ্যেও একটা আনন্দ আছে। সবাই মনে করেছিল এই খেলায় আমাদের অনেক ধৈর্য্য প্রয়োজন। সত্যি বলতে ওরা দুর্দান্ত এক প্রতিপক্ষ। ওদের বিপক্ষে ভালো খেলাতেই জয় নিয়ে মাঠ ছেড়েছি।’