X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০২৪, ২৩:৩৪আপডেট : ০৪ মে ২০২৪, ২৩:৩৪

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের নৈপুণ্যে মাত্র ১৪৭ রানে অলআউট হয় গুজরাট টাইটান্স। এই রান টপকাতে মোটেও কষ্ট হয়নি বেঙ্গালুরুর। ফাফ ডু প্লেসি ঝড়ে ৪ উইকেটে জিতেছে তারা, তাও ৩৮ বল হাতে রেখে।

বেঙ্গালুরুর দুর্দান্ত বোলিং পারফরম্যান্স ডুবিয়েছে গুজরাটকে। ইনিংসের প্রথম ওভারে স্বপ্নীল সিংয়ের আঁটসাঁট বোলিং। মাত্র এক রান জমা হয় স্কোরবোর্ডে।

তবে গুজরাটের ব্যাটিং লাইনে আসল ক্ষতি করেন পেসাররা। মোহাম্মদ সিরাজ দারুণ ছন্দে বল করে দুই ওপেনারকেই ফেরান। ক্যামেরন গ্রিনের শর্ট বলে থামতে হয় ফর্মে থাকা সাই সুদর্শনকে। তাতে করে এই মৌসুমে পাওয়ার প্লেতে সর্বনিম্ন ২৩ রান করে গুজরাট তিন উইকেট হারিয়ে।

শাহরুখ খান ও ডেভিড মিলার ক্রিজে যোগ দেন এবং পাল্টা আক্রমণে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েন। ২৩ রানে মিলারের ক্যাচ ফেলা কর্ণ পরের ওভারে ছক্কা খেলেও ৬১ রানের জুটি ভেঙে শেষ হাসি হাসেন তিনি। দক্ষিণ আফ্রিকান ব্যাটারকে ৩০ রানে আউট করেন বেঙ্গালুরুর এই বোলার।

পরের ওভারে শাহরুখ ৩৭ রান করে রান আউট হন। রশিদ খান ও রাহুল তেওয়াতিয়া শেষ প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু জুটি ৪৪ রানের বেশি হয়নি। যশ দয়াল একই ওভারে দুই ব্যাটারকে প্যাভিলিয়নে পাঠান। ৩৫ রান করেন রাহুল। ১৯.৩ ওভারে ১৪৭ রানে অলআউট হয় গুজরাট। এনিয়ে চলতি মৌসুমে তৃতীয়বার ১০ উইকেটের সবগুলো হারালো গত দুইবারের ফাইনালিস্ট, যা কোনও দলের সর্বোচ্চ।

সিরাজ, দয়াল ও বিজয়কুমার বিশাক বেঙ্গালুরুর পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন।

লক্ষ্য ছোট হলেও শুরু থেকে ঝড় তোলেন ডু প্লেসি। বেঙ্গালুরুর হয়ে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি করেন তিনি ১৮ বল খেলে। তাতে ১৭ বলে করা ক্রিস গেইলের হাফ সেঞ্চুরির রেকর্ড অক্ষত থাকে। 

পাওয়ার প্লে শেষ হওয়ার এক বল আগে বিরাট কোহলির সঙ্গে ৯২ রানের জুটি গড়ে থামেন ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকান ব্যাটার ২৩ বলে ৬৪ রান করেন ১০ চার ও ৩ ছয়ে। ইনিংসের দ্বিতীয় ওভারে ২০ রান দেওয়া জশুয়া লিটল থামান ডু প্লেসিকে। 
নিজেদের আইপিএল ইতিহাসে পাওয়ার প্লেতে সর্বোচ্চ ৯২ রান করে বেঙ্গালুরু। দারুণ শুরুতে জয়ের ভিত গড়ে ফেলে তারা। যদিও লিটল তার পরের দুই ওভারে আরও তিন উইকেট নিয়ে ম্যাচে সাময়িক উত্তেজনা তৈরি করেন।

হাফ সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন কোহলি। ২৭ বলে ২ চার ও ৪ ছয়ে তিনি করেন ৪২ রান। সপ্তম উইকেটে দিনেশ কার্তিক ও স্বপ্নীল ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জেতান। ১৩.৪ ওভারে ৬ উইকেটে ১৫২ রান করে বেঙ্গালুরু। ২১ রানে কার্তিক ও ১৫ রানে স্বপ্নীল অপরাজিত ছিলেন।

লিটল ৪ ওভারে ৪৫ রান দিয়ে চার উইকেট নিয়ে গুজরাটের সেরা বোলার। 

১১ ম্যাচে চতুর্থ জয়ে ৮ পয়েন্ট নিয়ে সাতে উঠে গেলো বেঙ্গালুরু। আর সমান খেলে একই পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমেছে গুজরাট।

/এফএইচএম/
সম্পর্কিত
মুম্বাইয়ের হারের পর নিষেধাজ্ঞার কবলে হার্দিক
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, প্লে-অফে হায়দরাবাদ
অবসরের পর কেউ আমাকে খুঁজেই পাবে না: কোহলি
সর্বশেষ খবর
জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
অবাধে বালু উত্তোলন করে রাতের আঁধারে পাচার
অবাধে বালু উত্তোলন করে রাতের আঁধারে পাচার
ইইউ’র নিষেধাজ্ঞাকে ভণ্ডামি বললেন পুতিন মিত্র
ইইউ’র নিষেধাজ্ঞাকে ভণ্ডামি বললেন পুতিন মিত্র
‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’
‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির