ইংল্যান্ডকে দাপটের সঙ্গে হারালো ওয়েস্ট ইন্ডিজ

iইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে দাপটের সঙ্গেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইল ও এভিন লুইসের ঝড়ো ব্যাটিং আর দুর্দান্ত বোলিংয়ে ২১ রানে জিতেছে সফরকারীরা।
শুরুটা টস হার দিয়ে করেছিল ক্যারিবীয়রা। যদিও তার কোনও প্রভাব পড়তে দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। ইংলিশদের ওপর উল্টো চেপেই খেলতে শুরু করে সফরকারীরা। উদ্বোধনী জুটিতে আসে ৭৭ রান। ওপেনার ক্রিস গেইল ব্যাট হাতে ছিলেন আগ্রাসী। ২১ বলে করেন ৪০ রান। যেখানে ছিল ৩টি চার ও ৪টি ছয়। অবশ্য রানআউটের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় ব্যাটিং দানবকে।  
গেইল বিদায় নিলে আরেক ওপেনার লুইস কিন্তু থেমে থাকেননি। ক্ষুরধার ব্যাটিংটা চালিয়ে যেতে থাকেন। ২৮ বলে আসে ৫১ রান। ৬টি চার ও ৩টি ছক্কায় এই ইনিংসটি সাজান। তাকে দলীয় ১০৬ রানে প্লাঙ্কেট সাজঘরে ফেরালে ধীরে ধীরে পাল্টে যেতে থাকে ক্যারিবীয়দের ইনিংস। ২ উইকেটে ১০.১ ওভারে ১০৬ রান থেকে সেই দলের স্কোর এক পর্যায়ে দাঁড়ায় ৯ উইকেটে ১৭৬ রান! শেষ দিকে রোভম্যান পাওয়েল ছাড়া আর কেউই আলো ছড়াতে পারেননি।
ইংলিশদের হয়ে তিনটি করে উইকেট নেন লিয়াম প্লাঙ্কেট ও আদিল রশিদ।
জবাবে খেলতে নেমে বেশি দূর যেতে পারেনি ইংল্যান্ড ১৯.৩ ওভারে ১৫৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ওপেনার অ্যালেক্স হ্যালসের ৪৩, জোস বাটলারের ৩০ আর জনি বেয়ারস্টোর ২৭ রান ছাড়া উল্লেখযোগ্য রান পাননি কেউ।
ক্যারিবীয়দের হয়ে ৩টি করে উইকেট নেন কেসরিক উইলিয়ামস ও ব্রাথওয়েট। দুটি নেন সুনিল নারিন।