পাকিস্তানে যাওয়ার আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে শ্রীলঙ্কা

prv_1505999954পাকিস্তানের বর্তমান প্রেক্ষাপটে সেখানে একটি টি-টোয়েন্টি খেলার কথা জানিয়েছিল শ্রীলঙ্কা। দুই দলের মধ্যকার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলতে আপাতত মনস্থির করে রেখেছে লঙ্কানরা। অবশ্য সেই ম্যাচের আগে‘কিন্তু’ রেখে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)! নিরাপত্তা নিয়ে হুমকি থাকলে সেই ম্যাচ পাকিস্তানে খেলবে না সফরকারী দল!

যদিও সফরের আগে নিরাপত্তা নিয়ে যাচাই বাছাই শেষেই সেখানে ম্যাচ খেলতে যাবে শ্রীলঙ্কা। এমন কথা জানিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী আশলি ডি সিলভা বলেছেন, ‘আমাদের আগেই পরিকল্পনা করা আছে। মূল দল যাওয়ার আগে নিরাপত্তা পর্যবেক্ষণে একটি দল আগে সেখানে যাবে। তাদের রিপোর্টের পরই সিদ্ধান্ত নেওয়া হবে।’

পরিস্থিতি যদি ইতিবাচক না হয় তাহলে আর দল পাঠাবে না শ্রীলঙ্কা। এমন কথাই জানালেন লঙ্কান এই কর্মকর্তা, ‘যদি মনে করি যে সেখানে নিরাপত্তা নিয়ে ঝুঁকি আছে। তাহলে আমরা দল পাঠাবো না। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি যাচাই করবো।’