মেসি ম্যান-মার্কিংয়ের শিকার হওয়াতেই বার্সার জয়!

iস্প্যানিশ লা লিগায় শীর্ষ স্থান ধরে রেখেছে বার্সেলোনা। নবাগত জিরোনাকে পাত্তাই দেয়নি। কাতালান ডার্বিতে যদিও জয়টা ছিল ৩-০ গোলে।  সেই ম্যাচেই কোনও গোলের দেখা পাননি প্রাণভোমরা লিওনেল মেসি! ‘ম্যান-মার্কিং’-এর শিকার হওয়াতেই এই হাল হয়েছে বার্সা তারকার। তারপরেও এমন ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন বার্সা কোচ এরনেস্তো ভালভারদে। তার মতে মেসি মার্ক হওয়াতেই সুযোগটা কাজে লাগিয়েছে বার্সেলোনা, ‘ম্যান-মার্ক হওয়াটা অস্বস্তিকর। তবে এটা বাকিদের সুবিধা পাইয়ে দেয়। মেসি না পেলেও দল কিন্তু সুবিধা ঠিকই পায়। তাই আমার মনে হয় মেসি এ নিয়ে নির্ভারই আছে।’

ম্যাচে মেসিকে মার্ক করে খেলেছেন ম্যানচেস্টার সিটি থেকে আসা পাবলো মাফেয়ো। তাই ঠিকমতো খেলতে না পারায় মেসি রক্ষণ ভাঙতে পারেননি। লিগের ৫ ম্যাচে ৯ গোল করলেও নবাগত দলের বিপক্ষে ছিলেন নিষ্প্রভ।  আর সেই মেসি মার্ক হওয়াতে সুবিধাটা বার্সাই পেয়েছে বলে মনে করেন  কোচ ভালভারদে, ‘এমন পরিস্থিতিতে সুযোগটা নিজেদেরই নিতে হয়। মেসির অবস্থানের ওপর ভিত্তি করেই আমরা সুবিধা নিয়েছি। মেসিকে এক জায়গায় আবদ্ধ করে রাখা মানে অন্য জায়গায় সুযোগ বেড়ে যাওয়া।’

এদিকে মেসিকে বেঁধে রাখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জিরোনা কোচ পাবলো মাচিন, ‘আমরা হেরে যাওয়াতে সত্যিই হতাশ। তবে আমরা বিশ্বের সেরা একজন খেলোয়াড়কে তার সেরাটা দেওয়া থেকে বিরত রেখেছি।’