আলোর মুখ দেখতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ!

আলোর মুখ দেখতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। আগামী শুক্রবারই হয়তো আইসিসির সভায় সবুজ সঙ্কেত মিলে যেতে পারে র‌্যাংকিংয়ের ৯ দলকে নিয়ে সম্ভাব্য এই টুর্নামেন্টের। যার পেছনে মৌলিক কারণ হিসেবে রয়েছে দর্শক ও জনপ্রিয়তা বাড়ানো।

বেশ কয়েক বছর ধরেই আলোচনায় ছিল এই টুর্নামেন্ট। নানা যুক্তি-তর্ক থাকাতেই এতদিন আলোর মুখে দেখেনি সেই পরিকল্পনা। যদিও শোনা যাচ্ছে এবার আরও উন্নত হয়েই আইসিসির সভায় যাচ্ছে এই টুর্নামেন্ট পরিকল্পনা। অকল্যান্ডে শুক্রবারের সভায় হয়তো অনুমতি মিলতে পারে এর। যদি তাই হয় তাহলে প্রথম সংস্করণ শুরু হবে ২০১৯ সালে। দুই বছর মেয়াদে শীর্ষ দুই দলের ফাইনাল অনুষ্ঠিত হবে লর্ডসে।

অবশ্য এবারের সভায় আরও আলোচনা হবে ওয়ানডে লিগ নিয়েও। ১৩ জাতির ওয়ানডে লিগ হয়তো আলোচনায় উঠবে এবারের সভায়। এতে দ্বিপাক্ষিক সিরিজের ব্যাপ্তি হয়তো কমে মিলে যাবে ওই লিগের সঙ্গেই। -সুপার স্পোর্ট।