অবশ্য দলের হয়ে দুই গোলই করেন ডাচ এই অধিনায়ক। সুইডেনের বিপক্ষে পাওয়া জয়ে দুটো গোলই ছিল তার। ১৬ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদের পর ৪০ মিনিটে করেন দ্বিতীয় গোল।
এর আগে বিশাল ব্যবধানে জয় যে প্রায় অসম্ভব, ম্যাচের আগেই বলেছিলেন আরিয়েন রবেন। কিন্তু শেষ রক্ষা না হওয়ায় ব্যর্থতা কাঁধে নিয়েই অবসরে গেলেন ১১২ ম্যাচ খেলা তারকা। ক্যারিয়ারে ৯৬ ম্যাচে করেছেন ৩৭ গোল। যাতে বানিয়ে দিয়েছেন ২৯ গোল।
৩৩ বছর বয়সী তারকা জাতীয় দলের হয়ে অভিষেক করেন ২০০৩ সালে। ডাচদের হয়ে এই সময়ে সাফল্যের প্রভাবক ছিলেন তিনি। ২০১০ সালে খেলেছিলেন বিশ্বকাপ ফাইনাল। যদিও স্পেনের কাছে হেরে গিয়েছিল তার দল।