বিশ্বকাপে খেলা নিশ্চিত হওয়ায় ছুটি পালন করলো পানামা

বিশ্বকাপে খেলা নিশ্চিত হওয়ায় ছুটি পালন করলো পানামাপ্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে মধ্য আমেরিকার দেশ পানামা।  আর সেই আনন্দে সারা দেশে একদিনের সাধারণ ছুটি পালন করেছে দেশটি। এর আগে সাধারণ ছুটি ঘোষণা করেন পানামার রাষ্ট্রপতি হুয়ান কার্লোস ভারেলা।  বুধবার সারা দেশে সরকারী ও বেসরকারী সব প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার এক টুইটার বার্তায় ভারেলা জানান, ‘ঐতিহাসিক দিন উদযাপনে কাল একদিনের ছুটি ঘোষণা করা হলো।’ একই সঙ্গে জাতীয় দলকে প্রশংসায় ভাসান ভালেরা।

মঙ্গলবার কোস্টারিকার বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচে পিছিয়ে থেকেও ২-১ গোলের জয় পায় পানামা। আর তাতে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়। এই জয়ে কনকাকাফ বাছাইপর্ব থেকে মেক্সিকো ও কোস্টারিকার পেছনে তৃতীয় স্থানে থেকে রাশিয়া বিশ্বকাপের টিকিট কাটে পানামা।