লিটনকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙলেন রাবাদা

iকিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি সতর্ক শুরু করেছিল বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দেখে-শুনে এগিয়ে নেন দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাস। এই জুটিতেই আসে ৪৩ রান। কিন্তু ৯ ওভারে এই জুটিতে আঘাত হানেন কাগিসো রাবাদা। দ্বিতীয় স্লিপে গুড লেন্থের বলে লিটনকে তালুবন্দী করেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। লিটন ফেরেন ২১ রানে। বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ১ উইকেটে ৪৪ রান। ইমরুল ব্যাট করছেন ১৭ রানে ও সাকিব শূন্য রানে।

ইনজুরিতে এই ম্যাচে নেই তামিম ইকবাল। গতকালকেই জানা গেছে, গোড়লির ইনজুরিতে নেই মোস্তাফিজুর রহমানও। প্রোটিয়াদের পক্ষে অভিষেক হচ্ছে পেসার ডেন প্যাটারসনের। টি-টোয়েন্টিতে অভিষেক হলেও ওয়ানডেতে এবারই দলে প্রোটিয়া এই পেসার। বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে সাইফউদ্দিনের।

সফরে বাংলাদেশ টেস্ট সিরিজে হেরেছে বাজেভাবেই। এমনকি প্রস্তুতি ম্যাচেও পাত্তা পায়নি স্বাগতিকদের কাছে।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাকিব আল হাসান, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। 

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ডোয়েন প্রিটোরিয়াস, অ্যান্ডিল ফেলুকায়ো, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন, ইমরান তাহির।