বোলারদের পাশে তামিম

বোলারদের পাশে তামিম প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হারের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখনও ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন ওপেনার তামিম ইকবাল। সেই সঙ্গে বোলারদের পাশেই দাঁড়িয়েছেন বাঁহাতি ওপেনার। বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে তামিম জানালেন, ‘বোলারদের ওপর দোষারোপ না করে আমাদের একটি ইউনিট হয়েই খেলতে হবে। তাহলে হয়তো ২৮০ অথবা ৩২০ রানও তাড়া করা সম্ভব।’

প্রথম ম্যাচে ২৭৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। আর সেই লক্ষ্য অনায়াসেই দশ উইকেট হাতে রেখে জিতে নেয় স্বাগতিকরা। বোলারদের নখ-দন্তহীন বোলিং পাত্তাই পায়নি স্বাগতিকদের সামনে। তাতে অবশ্য বোলারদের দোষ দিতে নারাজ তামিম। পেসাররা বাজে সময়ের বৃত্তে বন্দী বলেই তাদের পাশে ঢাল হলেন তিনি, ‘বোলারদের কেনও ব্যাটসম্যানদেরও খারাপ সময় আসে। তবে এটা ভুললে চলবে না গত দুই বছর কিন্তু ওরাই সফল ছিল। অবশ্য এটাও ঠিক ওরা মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তবে তাদের ওপর বিশ্বাস হারালে চলবে না।’

তামিম মনে করেন বোলাররা যদি শুরুতে ধস নামাতে পারেন তাহলে প্রোটিয়াদের ওপর চাপ প্রয়োগ করা সম্ভব, ‘ওরা যদি শুরুতে আক্রমণ করতে পারে। কিছু উইকেট তুলে নিতে পারে। তাহলে আমাদের সুযোগ থাকবে। প্রোটিয়ারা সব সময়ই টপ অর্ডারদের ওপর ভরসা করে থাকে। আমার মনে হয় আমার বোলারদের সেই সম্ভাবনা আছে। তারা ঘুরে দাঁড়াতে পারবে।’