স্টেইনের প্রত্যাবর্তন নভেম্বরেই?

গত নভেম্বরে কাঁধের ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিলেন দীর্ঘ দিন। ডেল স্টেইনের ফেরা নিয়ে ধোঁয়াশা চলছেই। নিশ্চিত করে কোনও দিনক্ষণ জানা যাচ্ছে না। এবারও তার ফেরা নিয়ে রয়েছে সম্ভাব্য তারিখ। বলা হচ্ছে আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকার ফ্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগে ফিরতে পারেন প্রোটিয়া এই পেসার।

গত নভেম্বরে কাঁধের ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিলেন দীর্ঘ দিন। বর্তমানে নিজের ফিটনেস ফিরে পেতে বোলিং করছেন অল্প অল্প করে। ৩ সপ্তাহ আগে বোলিং করলেও পুরোদমে শুরু করেননি। বাংলাদেশর বিপক্ষে ফেরার সম্ভাবনা দেখা দিলেও পরে পেছানো হয় ফিটনেসের কারণে। বর্তমানে সপ্তাহে তিনবার বোলিং করছেন। ধীরে ধীরে এই পরিমাণ হবে চারবার। যাতে করে নভেম্বরে ফেরার আগে পুরোপুরি ফিট হতে পারেন। তবে এই মুহূর্তে কোনও ব্যথা নেই বলে ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন স্টেইন, ‘আমার দুই হাত ঠিকঠাক আছে। তবে আগের চেয়ে আরও শক্তিশালী, কারণ ব্যথা সহ্য করেই এটা সম্ভব হয়েছে। তবে এক বছর যেহেতু বল করিনি তাই আমাকে গতিটা ধরতে হবে।’