টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

টসসিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও এই ফরম্যাটে ভালো করার লক্ষ্য টাইগারদের।  ফাফ দু প্লেসি চোট পেয়ে আগেই ছিটকে যাওয়ায় প্রোটিয়াদের নেতৃত্বে রয়েছেন জেপি দুমিনি।  প্রোটিয়া দলে অভিষেক হচ্ছে অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্কের।  

ব্লুমফন্টেইনে এর মধ্য দিয়ে তিন অধিনায়কের যুগে প্রবেশ করলো বাংলাদেশ। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ এগোচ্ছিল দুই অধিনায়কের কাঁধে চড়ে।  বৃহস্পতিবার সাকিব আল হাসানের টসের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো পা রাখলো ‘তিন অধিনায়কের যুগে’।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল, সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: ডি কক, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জেপি দুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারদিয়েন, ফেহলুকায়ো, রবি ফ্রাইলিঙ্ক, অ্যারন ফাঙ্গিসো, ডেন প্যাটারসন, হ্যান্ড্রিকস।