কমনওয়েলথ শুটিংয়ে যাচ্ছে না বাংলাদেশ

 

কমনওয়েলথ শুটিংয়ে যাচ্ছে না বাংলাদেশআগামী ৩০ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে শুরু হতে যাচ্ছে কমনওয়েলথ ও ওশেনিয়া শুটিং ফেডারেশন চ্যাম্পিয়নশিপ। এতে বাংলাদেশ দলেরও অংশগ্রহণের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে আয়োজকদের কাছ থেকে সবুজ সংকেত না পাওয়ায় সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ থেকে শুটারদের অস্ত্র বহনের অনুমতি দেওয়ার কথা ছিল। আর এই বিষয়টি শেষ পর্যন্ত ঝুলে থাকায় বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনও আর এ নিয়ে কোনও ঝুঁকি নেয়নি। যে কারণে এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ থেকে বিরত থাকছে বাংলাদেশ।

শুটিং স্পোর্ট ফেডারেশনের পরিচালনা কর্মকর্তা মোস্তাক ওয়াইজ বাংলা ট্রিবিউনকে বিস্তারিত জানিয়ে বলেছেন, ‘আমরা বাধ্য হয়েই কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আয়োজকদের কাছ থেকে সেখানে শুটারদের অস্ত্র ও গোলা-বারুদ বহনে ছাড়পত্র এখনো আসেনি। অথচ আমাদের সরকার থেকে আগেই অনুমতি পত্র মিলেছে। এখন এই অবস্থায় শেষ মুহূর্তে এসে ঝুঁকি নিয়ে  অস্ট্রেলিয়া যেতে পারি না। তাই বাধ্য হয়েই এই চ্যাম্পিয়নশিপে না যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

বাংলাদেশ থেকে পাঁচজন শুটারের এই আসরে অংশগ্রহণের কথা ছিল। এরা হলেন- আব্দুল্লাহ হেল বাকী, রিসালাতুল ইসলাম,রাব্বি হাসান মুন্না, অর্ণব সরকার ও শাকিল আহমেদ। তাই প্রতিযোগিতায় যেতে না পেরে আক্ষেপ প্রকাশ করেছেন ১০ মিটার এয়ার রাইফেলে জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী রিসালাতুল। শুক্রবার বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘ কমনওয়েলথ শুটিংয়ে যেতে পারলে নিজেদের আরও ঝালিতে নেওয়া যেত। এখন দুর্ভাগ্যক্রমে যাওয়া হচ্ছে না। আমাদের প্রস্তুতি ভালো ছিল।’