ইতালির বিদায়ে অবসর নিলেন যারা

বিশ্বকাপ নিশ্চিত না হওয়ায় অবসর নিয়েছেন ডি রসি, বারজাগলি ও বুফনবিশ্বকাপে যাওয়ার আগেই বাদ হয়ে গেছে ইতালি। এমন হতাশার দিনে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন জিয়ানলুইজি বুফন, ড্যানিয়েল ডি রসি, জর্জিও কিয়েলিনি ও আন্দ্রেয়া বারজাগলি। সোমবার সুইডেনের কাছে গোলশূন্য ড্র করে বিদায় নিশ্চিত হয়েছে ইতালির। প্লে অফের দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র হলেও প্রথম লেগ সুইডেন জিতে নিয়েছিল ১-০ গোলে। আর তাতেই বিদায় নিশ্চিত হয় তাদের।

এর মধ্য দিয়ে একই দিনে চারজন অবসরের ঘোষণা দিলেন। বুফন বিশ্বকাপেই অবসর নিতে চেয়েছিলেন। অথচ ভাগ্যদেবী সহায় না হওয়াতে তার আগেই বিদায় বলতে হয়েছে ইতালির কিংবদন্তিকে। আর বিদায়কালে ডি রসি দিনটিকে ‘কালো দিন’ বলে উল্লেখ করেছেন, ‘ফুটবলের জন্য দিনটি কালো একটি দিন।' ১১৭ ম্যাচ খেলা এই তারকা দলের হয়ে গোল করেছেন ২১টি।

এদিকে আগামী প্রজন্মের দিকে তাকিয়ে আছেন বিদায় বলে দেওয়া কিয়েলিনি। ৩৩ বছর বয়সী এই তারকা ইতালির হয়ে খেলেছেন ৯৬টি ম্যাচে। তাই এই তারকা বিদায়কালে ভরসা রাখতে বলেছেন আগামী প্রজন্মের ওপর, ‘আগামী প্রজন্মের ওপর এমন আস্থা দেখাতে হবে, ভালোবাসতে হবে । সামনে বহুদূর যেতে হবে। এভাবে ব্যর্থতার পর অনেক পরিশ্রমের প্রয়োজন।’

৩৬ বছর বয়সী বারজাগলি এমন ব্যর্থতায় মুষড়ে পড়েছেন। তার ভাষাতেই প্রকাশ পেয়েছে সেসব, ‘ফুটবলীয় অর্থে আমার জীবনের সবচেয়ে বড় হতাশাজনক ঘটনা এটাই। আমাদের জন্য এটা লজ্জার ঘটনা যে এভাবে শেষটা হয়েছে।’