পিকেকে বাঁচাতে আপিল করবে বার্সা

মৌসুমের পঞ্চম হলুদ কার্ড পেয়েছেন বার্সেলোনা তারকা জেরার্ড পিকে!লেহানেসের বিপক্ষে মৌসুমের পঞ্চম হলুদ কার্ড পেয়েছেন বার্সেলোনা তারকা জেরার্ড পিকে। তার মানে আগামী ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিষিদ্ধ থাকবেন তিনি! অবশ্য প্রিয় তারকাকে ফিরে পেতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। একই সঙ্গে সুয়ারেসের বিপক্ষে দেওয়া হলুদ কার্ডের সিদ্ধান্তকেও পাল্টাতে চায় বার্সা!

লেহানেসের বিপক্ষে প্রথমার্ধে নরডিনকে ফাউল করলে সতর্ক করা হয় পিকেকে। অপরদিকে সুয়ারেসকে লিগে তৃতীয়বারের মতো হলুদ দেখানো হয়েছে ওই ম্যাচে। এর পরেই আপিল করার সিদ্ধান্ত নেয় বার্সেলোনা। বিবৃতিতে তারা জানিয়েছে, ‘জেরার্ড পিকে ও লুই সুয়ারেসকে দেওয়া হলুদ কার্ডের বিপক্ষে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। তাদের দুজনকেই শনিবারের ম্যাচে হলুদ কার্ড দেখানো হয়েছিল।’

এদিকে ম্যাচের পর পরই পিকের হলুদ কার্ড নিয়ে অসন্তুষ্ট ছিলেন বার্সা কোচ এরনেস্তো ভালভারদে। তিনি মনে করছেন, রেফারির সিদ্ধান্তটি একটু বেশিই হয়ে গেছে। এটা ভিন্ন দিকেও যেতে পারতো।