এসেই ঝলক দেখালেন জুনায়েদ

প্রথম ম্যাচেই ৪ উইকেট নিয়েছেন জুনায়েদ। পাকিস্তানের ঘরোয়া লিগের বাধ্যবাধকতায় জুনায়েদ খানকে ছাড়াই এবার বিপিএল মিশন শুরু করতে হয়েছিল খুলনা টাইটানসকে। অবশেষে মঙ্গলবার রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে পঞ্চম আসরে খুলনা টাইটানসের জার্সিতে মাঠে নেমেছেন খুলনার গুরুত্বপূর্ণ অস্ত্র জুনায়েদ খান। ফিরেই মিরপুরে ঝলক দেখালেন পাকিস্তানের এই পেসার। এদিন ৪ ওভারে ২৭ রান খরচায় তুলে নিয়েছেন রাজশাহীর গুরুত্বপূর্ণ চারটি উইকেট। তার বোলিংয়ের কারণেই রাজশাহীকে ১৭০ রানের নিচে আটকে রাখা সম্ভব হয়েছে।

রবিবার রাতে ঢাকায় এসে সোমবারই মিরপুরের একাডেমিতে কঠোর অনুশীলন করেছেন। গত আসরে ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা বোলার ছিলেন  ২৪ বছর বয়সী এই পেসার।। এবারও হয়তো আগের বছরের সাফল্য তুলে নিতে চাইবেন। শুরুর ম্যাচে তেমনই ইঙ্গিত দিয়ে রাখলেন জুনায়েদ খান।

নিজের প্রথম ওভারের তৃতীয় বলে তুলে নেন মুমিনুলের উইকেট।  ড্যানিয়েল বেল ড্রুমন্ডকে ফিরিয়ে একই ওভারের পঞ্চম বলটিতে উইকেট তুলে নেন তিনি। এরপর নিজের তৃতীয় ওভারে মিড উইকেটে আরিফুল হকের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামিকে। শেষ ওভারের প্রথম বলে স্বদেশি মোহাম্মদ সামিকে বোল্ড করে চতুর্থ উইকেট পান জুনায়েদ খান। সবমিলিয়ে পঞ্চম আসরের প্রথম ম্যাচটিতে অসাধারণ কাটলো জুনায়েদের।

জুনায়েদ অবশ্য সোমবারই আগের মৌসুমের ধারাবাহিকতা বজায় রাখার ইঙ্গিত দিয়েছিলেন। খুলনা টাইটানসে যুক্ত হওয়ার দিনে তিনি বলেছিলেন, ‘দারুণ লাগছে। বিপিএলতো চমৎকার টুর্নামেন্ট। এবারও দারুণ কিছু হবে।’