মাত্র ২ রানেই অলআউট!

জয়ের পর কেরালা অনূর্ধ্ব-১৯ দল
ভূতুড়ে এক ম্যাচের সাক্ষী হলো ক্রিকেট। ১৭ ওভারে মাত্র ২ রানে অলআউট হয়েছে নাগাল্যান্ডের অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল! নারীদের নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনে চলছে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে লিগ। নক আউট পর্বের এই টু্র্নামেন্টে এমন কিছু ঘটনাই ম্যাচটিকে বানিয়েছে ভূতুড়ে!  সাধারণ ইনিংসে দেখা মেলে না সেসব। কী ছিল সেই ভূতুড়ে ঘটনা? পাঠকদের সেই ঘটনার মর্ম উদ্ধারে চোখ বুলিয়ে নিতে হবে ৭টি আশ্চর্যজনক পরিসংখ্যানের দিকে!

১. তাদের ব্যাট হতে রান এসেছে একটি!

২. পুরো দলীয় স্কোর ছিল ২!

৩. প্রতিপক্ষের ৪ বোলার বোলিং করেও কোনও রান হজম করেননি!

৪. ডাক ছিল ৯টি!

৫. ১০ ব্যাটসম্যান কোনও রানই পাননি!

৬. মেইডেন ছিল ১৬টি!

৭. ওভার ছিল ১৭টি!

নাগাল্যান্ডের এই দল এমন ভূতুড়ে ইনিংস খেলেছিল কেরালা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে! জবাবে জয় পেতে মাত্র একটি ডেলিভারিই যথেষ্ট ছিল কেরালার।

নাগাল্যান্ডের দুই রানের একটি আসে ব্যাটসম্যান মেনকার ব্যাট থেকে আরেকটি আসে ওয়াইড থেকে! তাও ষষ্ঠ ওভারের শুরুতে। সেই দলের স্কোরটা ছিল চোখ কপালে উঠে যাওয়ার মতো। ২ রানে বিনা উইকেটে থাকার পর এই ২ রানেই ১১.৪ ওভারে অলআউট নাগাল্যান্ড!

অবশ্য এমন লো স্কোরিং ম্যাচে ভূতুড়ে পরিসংখ্যান সেখানকার টুর্নামেন্টগুলোতে স্বাভাবিক ঘটনাই! মনিপুরের বিপক্ষে এই নাগাল্যান্ডের ম্যাচেই ওয়াইড হয়েছিল ১৩৬টি!