ভুটানকে হারিয়ে ভারতের শুভসূচনা

ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। সাফ অনূর্ধ্ব-১৫ মেয়েদের ফুটবলে শুভসূচনা করেছে ফেভারিটের তকমা গায়ে লাগানো ভারত।  রবিবার প্রথমারের মতো অনুষ্ঠিত এই আসরে উদ্বোধনী ম্যাচেই তারা ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে।

ম্যাচে এদিন প্রথমার্ধে ভুটান হজম করেছে তিন গোল। ২০ মিনিটের মধ্যেই জয় নিশ্চিত করে ভারত।  ৪ মিনিটে মিডফিল্ডার কৃতিনা দেবী থাওনাওজাম বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে গোলরক্ষক কর্মা চোডেনকে পরাস্ত করেন। এরপর ১১ মিনিটে ফরোয়ার্ড প্রিয়াঙ্কা দেবী নাওরেম পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে স্কোরলাইন করেন ২-০।

২০ মিনিটে তৃতীয় গোলটি আসে লাক্রার পা থেকে। কৃতিনা মাঝ মাঠ থেকে দেন লম্বা থ্রু। সেই বল ধরে ডি-বক্সের প্রায় ২৫ গজ দূর থেকে ডান পায়ের জোরাল শটে জালে বল পাঠান প্রতীক্ষা লাক্রা।  এরপর ভারত আধিপত্য বিস্তার করে খেললেও গোলের ব্যবধান আর বাড়াতে পারেনি।

যদিও ভুটান তিন গোলের পর রক্ষণটায় প্রতিরোধ দিয়ে খেলেছে। দলের কোচ সুং জি লি হারের ব্যাখ্যায় বলেছেন, ‘প্রতিপক্ষ শক্তিশালী দল। তাদের বিপক্ষে যতদূর সম্ভব আমার খেলোয়াড়রা লড়াই করেছে। দলের প্রায় বেশিরভাগই অনভিজ্ঞ।’

ভারতের কোচ মায়মল রকি তিন গোলে জিততে পেরেই খুশি, ‘তিন গোলে জিতেছে, এতেই আমরা খুশি। খেলোয়াড়রা চেষ্টা করেছে। গোল ব্যবধান বাড়ানো যায়নি।’