ক্লাসিকো জিতলেই শিরোপা আমাদের হচ্ছে না: ভালভারদে

বার্সা কোচ এরনেস্তো ভালভারদে। তৃপ্তি নিয়ে ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে নামবে বার্সেলোনা। লা করুনাকে হারানোর পর ১১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্টরা। ক্লাসিকোতে এর আগে মাত্র দুবারই এমন ঘটাতে পেরেছে বার্সা।  দুবার রিয়াল মাদ্রিদের চেয়ে পয়েন্ট ব্যবধানে এগিয়ে ক্লাসিকো খেলেছিল মেসিরা। পরিসংখ্যান যখন এমন, তাতেও খুব বেশি তুষ্ট নন বার্সা কোচ এরনেস্তো ভালভারদে! এখনই শিরোপার স্বপ্ন দেখতে নারাজ এরনেস্তো ভালভারদে, ‘আমার মনে হয় না যে ক্লাসিকো জিতলেই শিরোপা আমাদের হবে।’

বার্সা কোচের এমনটি ভাবার কারণ অ্যাতলেতিকো মাদ্রিদ।  মাত্র ৬ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থেকে রণহুঙ্কার দিচ্ছে অ্যাতলেতিকো, ‘অ্যাতলেতিকো ৬ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে। আমরা এতটুকুই জানি যে প্রতিযোগিতা অনেক লম্বা। এই মুহূর্তে কেউই কিছু বলতে পারবে না।’

রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়টা শিরোপা নিশ্চিত না করলেও এই মুহূর্তে বার্সা যে স্বস্তিদায়ক অবস্থায় আছে সেটা স্বীকার করে নিয়েছেন ভালভারদে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এল ক্লাসিকোর আগে ন্যু ক্যাম্পে ৪-০ গোলে দেপোর্তিভো লা করুনাকে হারিয়ে বার্সা এখন আত্মবিশ্বাসী, ‘আমরা ফুরফুরে থেকেই খেলতে যাচ্ছি। তবে আমরা আত্মবিশ্বাসী, যদিও প্রস্তুতি নিতে এক সপ্তাহ আছে।’