২০০ মিটারে সেরা রউফ ও শিরিন

২০০ মিটারে সেরা হয়েছেন রউফ ও শিরিন১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানবী শিরিন আক্তার। সাধারণত ২০০ মিটার স্প্রিন্টে অংশ নেওয়া হয় কমই। এবার নিজের বাহিনী থেকে বলাতে ২০০ মিটারে অংশ নিয়ে কেড়ে নিয়েছেন জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিনের আলো।  কারণ নেমেই স্বর্ণপদক জিতে চমকে দিয়েছেন সবাইকে।  তার অভাবনীয় কীর্তিতে অবশ্য সাড়া পড়ে গেছে।  যদিও শিরিন এর আগে ২০০ মিটারে তিনবার সেরা হয়েছেন।  

২০০ মিটারে শিরিন আক্তার ২৫.৫৬ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন সেরা।  নৌবাহিনীর হয়ে শিরিনের আগে পুরুষদের একই ইভেন্টে সেরা হয়েছে এই সংস্থাই।  ইলেকট্রনিক টাইমিংয়ে অনুষ্ঠিত জাতীয় এই আসরে আব্দুর রউফ ২১.৯০ সেকেন্ড সময় নিয়ে প্রথমবারের মতো এ ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন।  

জাতীয় আসরে সর্বশেষ সেরা ছিলেন সাইফুল ইসলাম ও সোহাগী আক্তার। শুক্রবার ২০০ মিটার স্প্রিন্ট জিতলেও পুরোপুরি নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হতে পারেননি শিরিন আক্তার, ‘একটি সামার মিট ও জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলিনি।  তাই নতুন করে এই ইভেন্টে ফিরে আবার স্বর্ণপদক জিতলাম। তবে টাইমিংটা ভালো হয়নি।  ১০০ মিটারে ভালো হবে।  আর ওটাই আমার মূল ইভেন্ট। আশা করছি, টানা ষষ্ঠবারের মতো পদক জিততে পারবো।’

আব্দুর রউফ অবশ্য স্বর্ণপদক জিতে খুশি, ‘এবার প্রথম ২০০ মিটারে অংশ নিয়ে স্বর্ণ জিতেছি। দুই বছর ধরে অ্যাথলেটিকস করি। বাকুতে ও ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রিলেতে অংশ নিয়েছি।জাতীয় আসরের আগে তিন মাসের প্রস্তুতি ছিল। তার মাঝে অসুস্থতার কারণে ২৫ দিন ছিলাম না। এখন ১০০ মিটারেও সেরা হতে চাই। এছাড়া এসএ গেমসে পদক জিততে চাই। নৌ বাহিনী আমাদের যে সুবিধা দেয়, তাতে পদক জেতা সম্ভব।’