দুই সপ্তাহ আগে ফুটবল লেখকদের সংগঠনের বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন ফিল ফোডেন। দুর্দান্ত মৌসুম কাটানো ইংলিশ তারকা এবার হলেন প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড়।
শনিবার লিগ কর্তৃপক্ষ ২০২৩-২৪ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে। ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড আটজনের সংক্ষিপ্ত তালিকা থেকে সেরা নির্বাচিত হয়েছেন। আর্লিং হাল্যান্ড, আলেক্সান্দার আইসাক, মার্টিন ওডেগার্ড, কোল পালমার, ডেকলান রাইস, ভার্জিল ফন ডাইক ও ওলি ওয়াটকিন্সের সঙ্গে লড়তে হয়েছে ফোডেনকে।
টানা চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা জেতার খুব কাছে ম্যানসিটি। নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্সেনালের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে থেকে রবিবার শেষ দিনে খেলতে নামবে পেপ গার্দিওলার দল। তাদের এই অবস্থানে নিতে ফোডেন ৩৪ লিগ ম্যাচ খেলে ১৭ গোলের পাশাপাশি আট গোল বানিয়ে দিয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ গোল ও ১১ অ্যাসিস্ট।
ম্যানসিটি শিরোপা জিতলে ফোডেন সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ছয়টি প্রিমিয়ার লিগ ট্রফি জেতার কীর্তি গড়বেন। তার আগে মৌসুম সেরা হয়ে তিনি বলেছেন, ‘আমি খুব গর্বিত। আরও অনেক দুর্দান্ত খেলোয়াড়দের সঙ্গে মনোনীত হতে পারা আনন্দের, যাদের সবাই মৌসুমটা উপভোগ করেছে।’
নিজের অবদান নিয়ে ২৩ বছর বয়সী ফরোয়ার্ড বলেছেন, ‘এই মৌসুমে আমি যেভাবে খেলেছি, তাতে খুব খুশি। পুরো মৌসুম জুড়ে গোল ও অ্যাসিস্টে অবদান রাখতে পেরে আমি আনন্দিত।’
এনিয়ে টানা পাঁচ বছর সিটির খেলোয়াড়রা বর্ষসেরা হলেন। ফোডেন যোগ দিলেন রুবেন দিয়াস, হাল্যান্ড ও দুইবারের বিজয়ী কেভিন ডি ব্রুইনার সঙ্গে। ম্যানসিটির বাইরে প্রিমিয়ার লিগ সেরা হওয়া সর্বশেষ খেলোয়াড় ২০১৮-১৯ এর বিজয়ী লিভারপুলের ফন ডাইক।