বাংলাদেশকে প্রতিশ্রুতি দিলেন দাহলান

সংবাদ সম্মেলনে কথা বলছেন এশিয়ান অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সভাপতিপ্রথমবারের মতো ঢাকা সফরে এসেছেন এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের সভাপতি দাহলান আল হামাদ।  অ্যাথলেটিকস ফেডারেশনের আমন্ত্রণেই তার এই ঢাকা সফর।  আর ৪১তম জাতীয় অ্যাথলেটিকসের উদ্বোধন হলো তার হাত ধরেই।  দীর্ঘদিন পর ইলেকট্রনিক টাইমার কিংবা মশাল প্রজ্বলনের ব্যবহার- সবকিছুই হয়েছে এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের সভাপতির সৌজন্যে।

শুক্রবার জাতীয় অ্যাথলেটিকস উদ্বোধনের পর অ্যাথলেটদের সঙ্গে পরিচিত হন তিনি।  এক ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নানান আশ্বাসও দেন এসময়, ‘বাংলাদেশকে ঘিরে অনেক পরিকল্পনা আছে। এখানকার কোচ, অ্যাথলেট, বিচারকসহ সবাইকে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কাতার সরকার এশিয়ার দুটি দেশকে অ্যাথলেটিকস ট্র্যাক দিচ্ছে। আমি বাংলাদেশের নামও সুপারিশ করবো। তবে বাংলাদেশের অ্যাথলেটিকসে সুদিন ফিরিয়ে আনতে তাদেরই আগে এগিয়ে আসতে হবে।’

অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবির বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে দেখছেন, ‘তিনি আসলে আমাদের সক্ষমতা যাচাই করছেন। আমাদের কার্যক্রমে সন্তুষ্ট হলে হয়তো অনেক কিছুই সম্ভব হবে।  আমাদের যে ভিশন আছে, সেটা তুলে লিখিত আকারে তুলে ধরা হবে। এর মধ্যে শেখ কামাল একাডেমিসহ অ্যাথলেটদের মান উন্নয়নসহ আরও কিছু প্রকল্প আছে।’