শুরু হলো জাতীয় সিনিয়র-জুনিয়র তায়কোয়ানদো

শুরু হয়েছে তিন দিনব্যাপী সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানদো প্রতিযোগিতা। ট্রাস্ট ব্যাংক লিমিটেডের আর্থিক পৃষ্ঠপোষকতায় শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ট্রাস্ট ব্যাংক জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানদো প্রতিযোগিতা।  জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ফারুক মাঈনুদ্দিন আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশনের সভাপতি মোর্শেদ হোসেন কামাল। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক  মাহমুদুল ইসলাম রানা। এ প্রতিযোগিতায় দেশের ৩০টি জেলা ক্রীড়া সংস্থা ও সেনাবাহিনী, বিজিবি, আনসার, বিজেএমসি হতে মোট ৭৫০ জন তায়কোয়ানদো খেলোয়াড় বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিচ্ছে।