আত্মবিশ্বাস চূর্ণ হয়ে গেছে রিয়ালের!

জিদানলা লিগায় এখনও হতাশার বৃত্তে রয়েছে রিয়াল মাদ্রিদ। সেই বৃত্ত ভাঙতে প্রয়োজন একটি মাত্র জয়! ম্যাচের পর এমন লক্ষ্যই দাঁড় করিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। কারণ গতকালকের ম্যাচে ভিয়ারিয়ালের কাছে হারের পর আত্মবিশ্বাস চূর্ণ হয়ে গেছে বলে মনে করছেন রিয়ালের  এই কোচ, ‘গত মৌসুমে যেই দলকে হারানো সহজ ছিল না। সেই দলের এই অবস্থায় আত্মবিশ্বাস এখন চূর্ণ-বিচূর্ণ।’

এমন কথা বলার কারণ টানা দুই ড্রয়ে অস্বস্তিতে ছিল রিয়াল। এর ওপর যোগ হয়েছে ঘরের মাঠে ভিয়ারিয়ালের কাছে এবারই প্রথম হারের লজ্জা। সেই হারের ব্যাখ্যায় জিদান বললেন, ‘এই হার আমাদের প্রাপ্য ছিল না। আমরা ভালো খেলেছি।’

৮৭ মিনিটে একমাত্র গোলটি এসেছে পাবলো ফরনালসের পা থেকে। উল্টো দিকে রিয়াল মাদ্রিদ একটিও গোলের দেখা পায়নি। রিয়াল মাদ্রিদ কোচ জিদান জানালেন গোলের সুযোগ ছিল জায়ান্টাদের, ‘আমাদের স্কোর করার সুযোগ ছিল। কিন্তু জবাব দিতে পারিনি। দলের সবার জন্য বিষয়টা ছিল হতাশার।’

শিরোপা দৌড়ে টিকে থাকতে হলে একটি জয় চাই রিয়ালের। আর সেই জয় পাল্টে দিতে পারে পুরো দৃশ্যপট, ‘যেখান থেকেই হোক একটি জয় প্রয়োজন।’

আজকে বার্সেলোনা মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের। বার্সা জিতলে রিয়ালের সঙ্গে বার্সার পয়েন্ট ব্যবধান হবে ১৯। লিগের প্রথম পর্ব পর্যন্ত এটাই হবে রিয়ালের ইতিহাসে সবচেয়ে বেশি পয়েন্টে পিছিয়ে থাকা। এর আগে ২০১২-১৩ মৌসুমে বার্সার চেয়ে ১৮ পয়েন্ট পিছিয়ে ছিল রিয়াল।