টেলরকেও থিতু হতে দিলেন না মোস্তাফিজ

মোস্তাফিজের কাটারে সাজঘরে ফিরলেন টেলরশুরুটা সাকিব আল হাসানের স্পিন দিয়ে শুরু করে বাংলাদেশ। আর দ্বিতীয় বলেই সাফল্য পান বিশ্বসেরা অলরাউন্ডার। উইকেটের বাইরে এসে খেলতে গিয়েছিলেন ওপেনার সলোমন মিরে। তাতেই তার উইকেট ভেঙে স্টাম্পড করে দেন মুশফিকুর রহিম। এক বল বিরতি দিয়ে আবার সাকিবের আঘাত। এবার সরাসরি ক্যাচ উঠিয়ে দেন মিড উইকেটে সাব্বির রহমানের কাছে।

প্রথম ওভারে জোড়া আঘাতের পর কিছুক্ষণ সেই পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলর। ২৮ রান আসে জুটিতে। জুটি ভয়ানক হওয়ার আগেই ভেঙে দেন অধিনায়ক মাশরাফি। কট বিহাইন্ড হয়ে ১৫ রানে ফেরেন এই ওপেনার। সঙ্গী ব্রেন্ডন টেলরকেও থিতু হতে দেননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ২৪ রানে তার কাটারেই মুশফিকের তালুবন্দি হন টেলর। জিম্বাবুয়ের সংগ্রহ ১৮ ওভারে ৪ উইকেটে ৫৩ রান।

এর আগে টস জিতে ফিল্ডিং নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। দুই বছর পর ফিরলেন ওপেনার এনামুল হক বিজয়। ২০১৫ সালে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি।

 এই ম্যাচ দিয়েই অনন্য কীর্তি গড়তে যাচ্ছে মিরপুর স্টেডিয়াম। শততম ওয়ানডে আয়োজন করতে যাচ্ছে শেরে বাংলা স্টেডিয়াম। আর ৫টি স্টেডিয়ামের আছে এমন শততম ম্যাচ আয়োজনের কীর্তি।