বাঁচা-মরার লড়াইয়ে জিম্বাবুয়েকে চেপে ধরেছে লঙ্কানরা

সান্দাকানকে ভিড়িয়ে সফল হয়েছে শ্রীলঙ্কাত্রিদেশীয় সিরিজে টিকে থাকতে হলে আজ জয় চাই শ্রীলঙ্কার।  জিম্বাবুয়ের বিপক্ষে রবিবার টস হারলেও ক্রেমারদের চেপে ধরেছে লঙ্কানরা।  ১৭ ওভারে ৭৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে।

মিরপুরে ব্যাটিং বান্ধব উইকেট বলে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমার।  টসের পর তিনি বলেছেন পরে ব্যাট করে স্কোর করা কঠিন হবে।  সেই ধারাতেই আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের। শ্রীলঙ্কাকে এই দলই ১২ রানে হারিয়েছে দ্বিতীয় ম্যাচে।  তাই আজকের ম্যাচে ভিন্ন কৌশল নিয়ে মাঠে নামে লঙ্কানরা।  বাঁহাতি স্পিনার লাকসান সান্দাকানকে ভিড়িয়েছে একাদশে।  এ নিয়ে আজকে দুজন ফ্রন্ট লাইন স্পিনার নিয়ে খেলছে শ্রীলঙ্কা।  তাতে বেশ সফল শ্রীলঙ্কা।  দলীয় ৭৩ রানে আগ্রাসী সিকান্দার রাজাকে ফিরিয়েছেন সান্দাকান।  মারকুটে এই ব্যাটসম্যান ফিরে গেছেন ৯ রানে।

টস জিতে ব্যাটিং নিয়েছে জিম্বাবুয়ে। ছবি: বিসিবিএর আগে অবশ্য শুরুটা দেখে শুনে করেছিল জিম্বাবুয়ে।  ১০ ওভারে ৪৪ রান তুলেছিলেন দুই ওপেনার হ্যামিলটন মাসাকাদজা ও সলোমন মিরে।  এই জুটির প্রতিরোধ বেশিক্ষণ টিকতে দেননি থিসারা পেরেরা।  মাসাকাদজাকে তালুবন্দি করান ব্যক্তিগত ২০ রানে।  এই পেরেরার বোলিংয়েই টপ অর্ডারে ধস নামে জিম্বাবুয়ের।  ফিরে যান ক্রেগ আরভিন (২), সলোমন মিরে (২১)।  ব্যাট করছেন ব্রেন্ডন টেলর (৮) ও ম্যালকম ওয়ালার (২)।