শেষ আটে নাদাল

 

শেষ আট নিশ্চিত করেছেন বিশ্ব র‌্যাংকিংয়ের এক নম্বর তারকা নাদালঅস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন রাফায়েল নাদাল। আর্জেন্টাইন তারকা ডিয়েগো শোয়ার্টজমানকে চার সেটের লড়াইয়ে হারিয়েছেন ৩১ বছর বয়সী তারকা।

নাদাল জয় পেয়েছেন ৬-৩, ৬-৭ (৪-৭), ৬-৩, ৬-৩ গেমে। ২৪তম বাছাই শোয়ার্টজমানকে হারাতে নাদাল সময় নিয়েছেন ৩ ঘণ্টা ৫১ মিনিট। শেষ আটে মুখোমুখি হবেন ক্রোয়েশিয়ার তারকা মারিন চিলিচের।

লড়াই হওয়াতে বেশ উপভোগ করেছেন নাদাল। বন্ধুকে প্রতিপক্ষ পেয়ে ভিন্ন অনুভূতি জানালেন ম্যাচ শেষে, ‘যুদ্ধটা ভালোই হয়েছে। সে আমার ভালো একজন বন্ধু।’

এই মৌসুমে তার কঠিন প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছিল শোয়ার্টজমানকে। ম্যাচে তার প্রমাণও দেওয়ার চেষ্টাও করেছিলেন তার প্রতিপক্ষ। শেষ পর্যন্ত সেই বাধা উতরে যেতে সমস্যা হয়নি নাদালের, ‘২০১৮ সালে আমার খেলা ম্যাচগুলোর মাঝে সবচেয়ে বড় ম্যাচ ছিল এটা। বলতে গেলে আমার আত্মবিশ্বাসকে ভিন্নভাবে সহয়তা করবে এই ম্যাচ। যার মাধ্যমে জানতে পারলাম আমি ৪ ঘণ্টা কোর্টে প্রতিরোধ দিতে পারি।’  

অপর দিকে মেয়েদের এককে শেষ আট নিশ্চিত করেছেন র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে থাকা ক্যারোলিন ওজনিয়াকি। ২০তম বাছাই ম্যাগডালেনা রাইবারিকোভাবে হারিয়েছেন সহজেই। হারিয়েছেন ৬-৩, ৬-০ গেমে।