এমন ম্যাচের খোঁজে ছিল রিয়াল!

গ্যারেথ বেলের দর্শনীয় গোলজয়টা ভুলতে বসেছিল রিয়াল মাদ্রিদ। আগের একটি ম্যাচে ড্রয়ের পর সবশেষ ম্যাচে ভিয়ারিয়ালের কাছে হার। বছরের শুরু বাজে কাটানো রিয়াল চাইছিল হারের বৃত্ত ভাঙতে।  অবশেষে আগের সব হতাশা কাটিয়ে দেপোর্তিভো লা করুনাকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে জিদানের শিষ্যরা। জয়ের পর রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান জানালেন এমন ম্যাচেরই খোঁজে ছিলেন তারা, ‘আমাদের এমনই ম্যাচের প্রয়োজন ছিল। প্রতি ম্যাচে ৭ গোল করা সম্ভব নয়। শেষ পর্যন্ত আমি আনন্দিত। শুরুটা ভালো ছিল, যদিও তারা থ্রো ইনে স্কোর করেছে। কিন্তু আমরা জানতাম আমাদের খেলে যেতে হবে।’

দলের সঙ্গে হতাশা ছিল ভক্তদের মাঝেও। দুয়ো দিয়েছে প্রতিনিয়ত। ম্যাচের পর সেই ভক্তদের কাছ থেকেও ইতিবাচক আচরণ পেয়ে খুশি জিদান, ‘আজকে সব কিছু পাল্টে দিয়েছে ফলাফল। আমিও এই স্টেডিয়ামেও খেলেছি, দুয়ো শুনেছি। জানি সব কিছু সহজ নয়, তবে আমাদের ভক্তদের কাছ থেকে ইতিবাচক মনোভাব প্রয়োজন। দিন শেষে তাদের কাছ থেকেও আমরা ভালো প্রতিক্রিয়া পেয়েছি। ছেলেরা দুর্দান্ত খেলেছে।’

বেলের উল্লাসঅসাধারণ ম্যাচই খেলেছে রিয়াল মাদ্রিদ। গত দুই বছরে ৭ গোলের দেখা পায়নি এমনভাবে। সব কিছুই সম্ভব হয়েছে যখন ‘বিবিসি’ তাদের আক্রমণ শাণিয়েছে প্রায় ২৭৩ দিন পর! তাই দীর্ঘদিন পর এমন ম্যাচ দেখতে পেয়ে রোমাঞ্চিত ছিলেন রিয়াল কোচ, ‘বার্নাব্যুতে শেষ কবে সাত গোল দেখেছি মনে নেই। তবে ছেলেরা যা করেছে তাতে সত্যিই আনন্দিত। সবচেয়ে বেশি ভালো লেগেছে ছেলেদের আগ্রাসী মনোভাব।’