টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে সহজ জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি তাই তাদের জন্য ‘নিয়মরক্ষার’। সেই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ দলে একটাই পরিবর্তন এসেছে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনের বদলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।

বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়ে গেলেও মঙ্গলবারের ম্যাচটি জিম্বাবুয়ের ফাইনাল স্বপ্ন টিকে রাখার। টাইগারদের বিপক্ষে হারলেও গ্রায়েম ক্রেমারদের আশা বেঁচে থাকবে, তবে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার শেষ ম্যাচের দিকে। ওই ম্যাচে শ্রীলঙ্কা জিতে গেলে বাদ পড়বে আফ্রিকান দেশটি।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, নাসির হোসেন, সাব্বির রহমান ও সানজামুল ইসলাম।

জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা, টেন্ডাই চাতারা, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, কাইল জার্ভিস, হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, পিটার জোসেফ মুর, ব্লেসিং মুজারাবানি, ব্রেন্টন টেলর ও ম্যালকম ওয়ালার।