ভিত গড়ে দিয়ে সাজঘরে সাকিব

ম্যাচের একটি মুহূর্তত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে সহজ জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি তাই তাদের জন্য ‘নিয়মরক্ষার’।  ম্যাচের শুরুতে হোঁচট খেয়ে বসেছিল বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ তৃতীয় ওভারে হারায় প্রথম উইকেট। কাইল জার্ভিসের বলে স্পষ্ট এলবিডাব্লিউতে সাজঘরে ফিরে গেছেন এনামুল হক বিজয়।  প্রাথমিক ধাক্কা সামলে নেন অভিজ্ঞ দুই তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান।  হাফসেঞ্চুরির পথে ছিলেন দু’জন।  সাকিব আগে হাফসেঞ্চুরি করলেও বিদায় নেন ৫১ রানে।  সিকান্দার রাজার বলে বাইরে এসে খেলতে গিয়েছিলেন।  পরাস্ত হওয়ায় তাকে স্টাম্পড করেন টেলর।

সাকিব বিদায় নিলেও দলকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়ে দিয়েছেন জুটি গড়ে।  এই জুটিতে আসে ১০৬ রান।  অপর দিকে তামিমও তুলে নিয়েছেন ফিফটি। বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২৭.৪ ওভারে ২ উইকেটে ১১৪ রান। ক্রিজে আছেন মুশফিকুর রহিম (২) ও তামিম ইকবাল (৫০)।

বাংলাদেশ দলে একটাই পরিবর্তন এসেছে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনের বদলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।