সেমিফাইনালে ওঠার লড়াই বাংলাদেশের

বাংলাদেশ যুব দলসেমিফাইনালে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের কুইন্সটাউনে জন ডেভিস ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস।

বাংলাদেশ দল ‘সি’ গ্রুপে রানার্সআপ হয়ে সুপারলিগের কোয়ার্টার ফাইনালে উঠে। সেই কারণে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে লড়তে হচ্ছে তাদেরকে। ম্যাচটিতে নিশ্চিতভাবেই ফেভারিট হয়ে মাঠে নামবে ভারত। ‘বি’ গ্রুপে তিন ম্যাচের তিনটিতে জিতে চলতি টুর্নামেন্টে দারুণ অবস্থানে আছে শচীন-কোহলিদের উত্তরসূরীরা।

বাংলাদেশ যখন ফর্মের তুঙ্গে থাকা ভারতের বিপক্ষে খেলবে। তখন সাইফদের কপালে চিন্তার ভাঁজ থাকাটাই স্বাভাবিক। যারা তিনবার যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন। গত আসরেও তারা বাংলাদেশের মাটিতে রানার্সআপ হয়েছিল। এবার তারা ‘বি’ গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবেই সুপারলিগ কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে।

অন্যদিকে বাংলাদেশের সেরা সাফল্য বলতে দুই বছর আগে ঘরের মাটিতে তৃতীয় হওয়া। সেবার ক্যারিবয়ান যুবাদের বিপক্ষে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল যুবাদের। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশ নামিবিয়ার বিপক্ষে ৮৭ ও কানাডার বিপক্ষে ৬৬ রানের জয়ের পর শক্তিশালী ইংল্যান্ডের বিপেক্ষ ৭ উইকেটে হার মানে।

যদিও ইংল্যান্ডের বিপক্ষে হারের ব্যর্থতা ভুলতে কঠোর পরিশ্রম করেছে বাংলাদেশ যুব দল। দলটিতে টপ অর্ডার ব্যাটসম্যানরাই দুঃশ্চিন্তার কারণ। কোনও ম্যাচেই দুই ওপেনার একসঙ্গে জ্বলে উঠতে পারেনি। ইংল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশের ব্যাটিং বিভাগ পুরোপুরি ব্যর্থ ছিল। এই ব্যর্থতা কাটাতে না পারলে ভারতীয় যুবাদের সঙ্গে পেরে উঠা বেশ কঠিনই হবে সাইফদের জন্য। 

ভারতের বিপক্ষে খেলতে হলে টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। গ্রুপ পর্ব শেষে সাতদিন সময় পেয়েছে বাংলাদেশ। এই সময়ে হয়তো তারা ভুলগুলো নিয়ে যথেষ্ট কাজ করেছে।

যুব দলের অধিনায়ক সাইফ হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা চেষ্টা করেছি আগের ভুলগুলো শুধরাতে। কোয়ার্টার ফাইনালে আমাদের কঠিন প্রতিপক্ষ। সবাই মিলে চেষ্টা করবো নিজেদের সেরা ক্রিকেট খেলতে।’

ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরে গেলে সুপারলিগে প্লে-অফ সেমিফাইনালে খেলার সুযোগ রয়েছে। তখন সাইফদের তৃতীয় কিংবা চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচ খেলা সম্ভব হবে। কিন্তু শিরোপা লড়াই থেকে ছিটকে যেতে হবে লাল-সবুজ জার্সিধারীদের।