ইংল্যান্ডের টি-টোয়েন্টি কোচ থাকতে চান না বেইলিস

ট্রেভর বেইলিসটি-টোয়েন্টি ক্রিকেটের পক্ষে নন ট্রেভর বেইলিস। সম্প্রতি এই ফরম্যাটে ম্যাচ কমানোর কথাও বলেছেন ইংল্যান্ডের এই হেড কোচ। আর সেই কোচই জানালেন ইংল্যান্ডের এই ফরম্যাটের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান তিনি।

ইংলিশ কোচ বলেছেন, ‘এমন প্রশ্নে আমার উত্তর হবে অবশ্যই হ্যাঁ। এই ফরম্যাটে আসলে বিশেষজ্ঞ কোচেরও প্রয়োজন পড়ে।’

বেইলিসের মেয়াদ শেষ হবে ২০১৯ সালের সেপ্টেম্বরে। এর মাঝেই টি-টোয়েন্টির নতুন কোচ নেওয়া যাবে কিনা এমন প্রশ্নের উত্তরেও ইতিবাচক তিনি, ‘এটা আসলে বোর্ডই সিদ্ধান্ত নেবে। হলে সমস্যা নেই, না হলেও আমি সন্তুষ্ট। তখন ছেলেদের নিয়ে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য করে এগিয়ে যাবো।’

যদি কারও নাম সুপারিশ করা হয় তাহলে টি-টোয়েন্টিতে তার পছন্দ পল ফারব্রেস, ‘আমার মনে হয় এ জন্যে ফারব্রেসই সঠিক হবে। কারণ এই ক্ষেত্রে দারুণ অভিজ্ঞতা তার।’

সম্প্রতি বেইলিস মন্তব্য করেন টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট খেলার সংখ্যা কমিয়ে আনা উচিত। ‍টি-টোয়েন্টি বিশ্বকাপের ৬ মাস পূর্বেই শুধু এই ফরম্যাটে খেলা উচিত বলে মনে করেন তিনি। কারণ এই খেলাগুলোর মাত্রাতিরিক্ত চাপে ক্রিকেটারদের ফরম্যাট বাছাই করতে বাধ্য করছে!