বার্সার ফলাফলে তৃপ্ত ভালভারদে

বার্সার ফলাফলকে ইতিবাচকভাবে দেখছেন ভালভারদে।চেলসির মাঠে ড্র করে ফিরেছে বার্সেলোনা। দলটির বিপক্ষে মেসির গোল খরাতেই এমন সাফল্য পেয়েছে কাতালানরা।  অবশ্য এমন পারফরম্যান্সের পর বার্সা কোচ এরনেস্তো ভালভারদে জানালেন পরিকল্পনা অনুযায়ী সব কিছু করতে পারেনি তার শিষ্যরা। যদিও সার্বিক নৈপুণ্যে তৃপ্ত বার্সা কোচ, ‘আমি ম্যাচটির ফলাফল ইতিবাচকভাবেই দেখছি। কারণ দুই ভিন্ন ধারার দল পরস্পর মুখোমুখি হয়েছিল।’

পুরো খেলায় নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল বার্সা। যদিও পাল্টা আক্রমণে ভেস্তে গেছে সেসব, ‘আমরা দাপট দেখানোর চেষ্টা করেছি। তবে পাল্টা আক্রমণে ওরা কিন্তু আমাদের চমকে দিয়েছে। ’

জিততে না পারলেও অ্যাওয়ে ম্যাচে একটি গোলই সান্ত্বনা দিচ্ছে ভালভারদেকে, ‘ফলাফলের কারণে ম্যাচটি রোমাঞ্চ ছড়িয়েছে। যাই হোক অ্যাওয়ে ম্যাচ হিসেবে আমরা কিন্তু অ্যাওয়ে গোল নিয়ে যাচ্ছি। আর সেটা দ্বিতীয় লেগে ওদের কিন্তু খুব বেশি সুবিধায় রাখবে না।’

দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ১৪ মার্চ।