দ্বিতীয় লেগে ‘অবিশ্বাস্য’ কিছু করতে চায় চেলসি

দ্বিতীয় লেগে অভাবনীয় কিছু করতে চায় চেলসি।স্বাগতিক হয়েও সুবিধা আদায় করতে পারেনি চেলসি। চ্যাম্পিয়নস লিগে উল্টো ঘরের মাঠে ড্র হয়েছে ১-১ গোলে। দ্বিতীয় লেগে এই বার্সার মাঠেই খেলতে হবে ব্লুজদের।  লা লিগায় উত্তুঙ্গ ফর্মে থাকা বার্সার বিপক্ষে তেমন কিছু করাটা বোধহয় কষ্টসাধ্যই হবে! তবে এই চ্যালেঞ্জে উতরে যেতে প্রত্যয়ী চেলসি কোচ আন্তোনিও কন্তে, ‘আমরা অবিশ্বাস্য কিছু করার চেষ্টা করবো।’

এমন কথা বলার কারণ ইংলিশ লিগে খুব একটা ভালো অবস্থায় নেই চেলসি। শেষ ১২ খেলায় জয়ের মুখ দেখেছে ৪টিতে। তাই প্রথম লেগে বার্সার বিপক্ষে কৌশল নিয়ে ভাবতে নির্ঘুম রাত কাটিয়েছেন কন্তে। তারপরেও অবিশ্বাস্য কিছু করে দেখাতে মরিয়া চেলসি কোচ, ‘ন্যু ক্যাম্পে আমরা সেরকম কিছুই করার চেষ্টা করবো। ম্যাচে আমাদের বুদ্ধিদীপ্ত পারফরম্যান্স উপহার দিতে হবে।’ তবে এমনটা সহজ হবে না, সেটাও জানা আছে কন্তের, ‘সহজ হবে না। কারণ আমরা বার্সাকে নিয়ে কথা বলছি। এক্ষেত্রে আমাদের বাস্তবতার দিকেই চেয়ে থাকতে হবে। ওরা দিখিয়েছে কী পরিমাণ শক্তিশালী ও চমৎকার দল ওরা।’

এত কিছুর পরেও প্রথম লেগের খেলা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন চেলসি কোচ। বিশেষ করে ভুল ছিল বলেই তার মাশুল দিতে হয়েছে দ্বিতীয়ার্ধে। গোল তুলে নিয়েছেন বার্সা তারকা মেসি। সেই ভুল নিয়েই আক্ষেপ ঝরেছে কোচের কণ্ঠে, ‘আমরা একটা ভুল কিন্তু করেছি। মেসি, ইনিয়েস্তা ও লুই সুয়ারেসের মতো খেলোয়াড় যেখানে আছে, সেখানে ভুল করলে তার মাশুল কিন্তু এভাবেই দিতে হয়।’