ওয়ালশের অধীনে বিশেষ ক্যাম্প

বোলিং কোচ ওয়ালশের অধীনে হবে বাংলাদেশ দলের বিশেষ ক্যাম্পপেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের অধীনে শুরু হচ্ছে ৯ দিনের বিশেষ ক্যাম্প। ক্যাম্পে ওয়ালশের কাছ থেকে দীক্ষা নিতে ১৪জন বোলার ও ৫ ব্যাটসম্যানকে রাখা হয়েছে। ক্যাম্প চলবে শেরে বাংলা ক্রিকেট একাডেমিতে। ক্যাম্প শেষ হবে ৩ মার্চ।

বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিদিন স্কিল অনুশীলন করবে ডাক পাওয়া ক্রিকেটাররা। বোলাররা হলেন- তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, মোস্তাফিজুর রহমান, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফুদ্দিন, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, ইবাদাত হোসেন, হাসান মাহমুদ, মো. রুবেল, খালেদ আহমেদ, কাজী অনিক ও হোসেন আলী।

ব্যাটসম্যানরা হলেন- ইমরুল কায়েস, সৌম্য সরকার, আরিফুল হক, জাকির হাসান ও সাব্বির আহমেদ। 

বোঝাই যাচ্ছে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজের আগে দলকে আলাদাভাবে প্রস্তুত করতেই এমন উদ্যোগ বিসিবির।