জিরোনার জালে বার্সার ৬ গোল

barcelona-celebrates-goal

জিরোনাকে পেয়ে একেবারে ছেলেখেলাই করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে তাদের।  হ্যাটট্রিক করেছেন লুই সুয়ারেস, সঙ্গে জোড়া গোলের দেখা পেয়েছেন প্রাণভোমরা লিওনেল মেসি।

এমন ম্যাচে বার্সার শুরুটা ছিল ধাক্কা খাওয়ার মতোই। ৩ মিনিটে গোল হজম করে শুরু বার্সার! অথচ লা লিগায় এবারই নাম লিখিয়েছে জিরোনা। তাও আবার জায়ান্ট বার্সার মতো দলের বিপক্ষে। ন্যু ক্যাম্পে তাই শুরুটা ছিল চমক জাগানিয়া। কিন্তু দুই মিনিট পরই তাদের স্বপ্নের শুরুতে ছেদ পড়ে। বার্সাকে সতায় ফেরান সুয়ারেস।

দ্বিতীয় গোল পেতেও বেশি সময় নেয়নি বার্সা।  ৩০ মিনিটে তিন ডিফেন্ডারকে কাটিয়ে ব্যবধান বাড়ান মেসি। ৩৬ মিনিটে পরের গোলটিও আসে মেসির পা থেকে। প্রথমার্ধের বিরতির আগে আবার জাল কাঁপান সুয়ারেস।

দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রাখেন উরুগুয়ে তারকা। ৭৬ মিনিটে করেন হ্যাটট্রিক গোল। ৬৬ মিনিটে দলের শেষ গোলটি করেন কৌতিনিয়ো। এমন দাপুটে ম্যাচে আরও গোলের দেখা পেতে পারতো বার্সা। সুয়ারেজ শট নিলেও তা গিয়ে লাগে পোস্টে।

এই জয়ে ১০ পয়েন্ট ব্যবধান রেখে শীর্ষে থাকলো বার্সেলোনা। ২৫ ম্যাচে তাদের সংগ্রহ ৬৫ পয়েন্ট।