ফুটবলকে বিদায় বললেন স্নাইডার

অবসরের ঘোষণা দিয়েছেন স্নাইডারআন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন ডাচ তারকা ওয়েসলি স্নাইডার। নেদারল্যান্ডসের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই মিডফিল্ডার তরুণদের জায়গা করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

গত ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের কোচ হয়ে যোগ দিয়েছেন রোন্যাল্ড কোম্যান। নতুন কোচ হয়ে আসার পরই তার সঙ্গে এ নিয়ে আলোচনায় বসেন স্নাইডার। অবসর প্রসঙ্গে ৩৩ বছর বয়সী স্নাইডার জানিয়েছেন, ‘আমি বুঝতে পারছি যে কোম্যান তরুণদের নিয়ে নতুনভাবে শুরু করতে চান। আমি তার সিদ্ধান্তকে শ্রদ্ধা করি।’

ফুটবল ছেড়ে দিলেও তাকে হয়তো ছাড়ছে না ফুটবল। ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন তাকে কোচিং প্যানেলে নেওয়ার কথাই জানিয়েছে বিবৃতিতে। 

গত জুনে নেদারল্যান্ডসের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা তারকা হিসেবে নাম লেখান স্নাইডার। ২০০৩ সালে অভিষেক হওয়া তারকা মোট ম্যাচ খেলেছেন ১৩৩ টি। এছাড়া ২০১০ সালে বিশ্বকাপ ফাইনালে খেলা তারকার মধ্যেও অন্যতম তিনি। সেবার ১-০ গোলে তাদের হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।