পিছিয়ে পড়েও জিতলো ম্যানইউ

শেষ দিকে ম্যানইউকে জেতান মাতিচ।ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে দ্বিতীয় স্থানে উঠেছিল লিভারপুল। সোমবার রাতে ম্যানইউর খেলায় মনে হচ্ছিল হয়তো তৃতীয় স্থানেই থেকে যাবে ইংলিশ জায়ান্টরা। অবনমন অঞ্চলে থাকা ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জয় দিয়ে আবার দ্বিতীয় স্থানে উঠেছে মরিনহোর শিষ্যরা।

একটি জয় পেলে ১৮তম স্থান থেকে সোজা ১৩তম স্থানে লাফিয়ে উঠে যেত ক্রিস্টাল। এমন সম্ভাবনায় ১১ মিনিটে দলকে এগিয়ে নিয়েছিলেন টাউনসেন্ড। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটেও অগ্রগামিতা ধরে রেখেছিল দলটি। গোল করে বসেন আনহোল্ট।

দলটা যেহেতু ম্যানইউ তাই ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি। এই অর্ধের ৫৫ মিনিটে স্মলিং ও ৭৬ মিনিটে রোমেলু লুকাকুর গোলে সমতায় ফেরে।

ম্যাচের পরিণতি যখন শেষ দিকে তখন ড্র সম্ভাবনা উঁকি দিলেও অতিরিক্ত সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে জয়ের উপলক্ষ এনে দেন নেমানজা মাতিচ।

২৯ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইলো ম্যানইউ। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে লিভারপুল।