অঘটনের শিকার জোকোভিচ

ইন্ডিয়ান ওয়েলস থেকে জোকোভিচের বিদায়। দ্রুত চোট কাটিয়ে ফিরলেও ছন্দহীনই থাকলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। ইন্ডিয়ান ওয়েলসে এসে অঘটনের শিকার হয়েছেন অপ্রত্যাশিত ভাবে। হেরে গেছেন বিশ্ব র‌্যাংকিংয়ের ১০৯ নম্বর তারকা টারো ড্যানিয়েলের কাছে! ৩০ বছর বয়সী জোকোভিচ দ্বিতীয় রাউন্ডে হেরেছেন ৭-৬ (৭-৩), ৪-৬, ৬-১ গেমে।

চোটের কারণে ২০১৭ সালে প্রায় অর্ধেক মৌসুম কোর্টের বাইরে ছিলেন সার্বিয়ান তারকা জোকোভিচ। কনুইয়ের ইনজুরিতে ফেব্রুয়ারিতে সার্জারিও করাতে হয়েছে তাকে।

সেই চোট এখনও ভোগাচ্ছে জোকোভিচকে। কোর্টে ছন্দে ফিরতে পারেননি- তা নিজের মুখেই জানালেন জোকোভিচ, ‘আমার মনে হচ্ছিল এটা আমার প্রথম ম্যাচ। খুবই অদ্ভূত লাগছিল। মনে হয়েছে ছন্দ হারিয়েছি।’

সার্জারির পর ফিরেছেন কোর্টে। তাই আলাদা ভালো লাগা কাজ করেছে জোকোভিচের, ‘সার্জারির পর কোর্টে ফিরতে পেরে সত্যি আনন্দিত।  তবে সব মিলিয়ে কিন্তু তৃপ্ত নই।’

দ্রুত চোট সারলেও চোট নিয়ে চিন্তা এখনও ভাবাচ্ছে তাকে, ‘আমার কিন্তু এখনই এখানে থাকার কথা ছিল না। ৫-৬ সপ্তাহ আগে সার্জারি হয়েছে। এরপর দ্রুত সুস্থ হয়ে উঠাতেই এখানে আসতে পেরেছি।’

এক দশকে ১০০তম র‌্যাংকিংয়ের বাইরে ৫ জনের কাছে এভাবে হেরেছেন জোকোভিচ। অবশ্য জয়টা অত সহজে আসেনি ড্যানিয়েলের। সময় লাগে ২ ঘণ্টা ৩০ মিনিট।