অলরাউন্ডার র‌্যাংকিংয়ে আরও নামলেন সাকিব

নিদাহাস ট্রফির ফাইনালে হারের পর এভাবেই বসে পড়েন সাকিবগত ২৫ ফেব্রুয়ারিতেই টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটা হারিয়েছিলেন সাকিব আল হাসান। তাকে টপকে শীর্ষে চলে যান অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু নিদাহাস ট্রফিতে সেভাবে জ্বলে না ওঠায় দ্বিতীয় স্থানটাও হারিয়েছেন সাকিব। চলে গেছেন তিন নম্বরে!

আইসিসির সবশেষ র‌্যাংকিংয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।

আঙুলে চোট পাওয়ায় ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি সাকিব আল হাসান। তার প্রভাবে শীর্ষস্থান হারান এই র‌্যাংকিংয়ে। এবার নিদাহাস ট্রফিতে মাত্র দুই ম্যাচ খেলার সুযোগ পান এই চোটের কারণেই। সুস্থ হয়ে খেললেও স্বভাবসুলভ ব্যাট-বলে জ্বলে উঠতে পারেননি।

টি-টোয়েন্টিতে মুকুট হারালেও টেস্ট ও ওয়ানডেতে শীর্ষস্থানে যথারীতিই রয়েছেন সাকিব আল হাসান।

টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিং

১. গ্লেন ম্যাক্সওয়েল (রেটিং ৩৮৯)

২. মোহাম্মদ নবি (রেটিং ২৯২)

৩. সাকিব আল হাসান (রেটিং ২৮৭)

৪. মারলন স্যামুয়েল (রেটিং ২৩৯)

৫. জেপি দুমিনি (রেটিং ২৩৫)