রাবাদার দুই টেস্ট নিষেধাজ্ঞার শাস্তি বাতিল

নিষেধাজ্ঞার শাস্তি থেকে রেহাই পেলেন রাবাদাহাফ ছেড়েই বাঁচলেন কাগিসো রাবাদা। আচরণবিধি ভেঙে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। সেই শাস্তির বিরুদ্ধে আবেদন করেছিল দক্ষিণ আফ্রিকা। তাতে শেষ পর্যন্ত সফলতাও এসেছে। শাস্তি বাতিল হওয়াতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেপ টাউন টেস্টে খেলতে বাধা নেই প্রোটিয়া পেসারের।

এমন সফলতায় সবচেয়ে বড় কৃতিত্ব তার হয়ে লড়াই করা অ্যাডভোকেট ডালি এমপোফুর। সোমবার প্রায় ৬ ঘণ্টা ধরে চলা শুনানিতে দক্ষিণ আফ্রিকার এই হাইপ্রোফাইল আইনজীবী রাবাদার পক্ষেই যুক্তি হাজির করেছেন। তাতে স্মিথের সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় যে ২ মাত্রার অভিযোগটি আনা হয়েছিল সেটি কমে দাঁড়িয়েছে ১ মাত্রায়। একই সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্টের জায়গায় সেটা কমে দাঁড়িয়েছে ১ পয়েন্টে। তবে ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা থাকছেই।

শুনানিতে অধিনায়ক ফাফ দু প্লেসিস, টিম ম্যানেজার মোহাম্মদ মুসাজি উপস্থিত ছিলেন। সেখানে রাবাদা যে ইচ্ছাকৃত ঘটনাটি ঘটাননি তা নিয়েই দীর্ঘক্ষণ যুক্তিতর্ক চলে। আর এই যুক্তিতেই অভিযোগটির বিরুদ্ধে নির্দোষ বলে প্রমাণিত হয়েছেন রাবাদা ।

এরফলে রাবাদার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে মোট সাতে। ৫ পয়েন্ট নিয়েই পোর্ট এলিজাবেথ টেস্ট খেলতে নেমেছিলেন। স্মিথের ঘটনায় পেয়েছেন একটি আর ডেভিড ওয়ার্নারের ঘটনায় পেয়েছেন আরও একটি ডিমেরিট পয়েন্ট।